• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

বোরহানউদ্দিন ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ২০ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা ২০২৫ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২ পঠিত
আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বোরহানউদ্দিন প্রতিনিধি, ভোলা।

ষষ্ঠী পূজার মধ্যদিয়ে সারা ন্যায় ২৮ শে সেপ্টেম্বর রবিবার ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিনে পুজা মন্ডপে
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ২০২৫ দুর্গাপূজা শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার(২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে চার দিনব্যাপি এ উৎসব পালিত হয়।
দ্বীপক চ্দ্র দাস বলেন দুর্গাপূজার সঠিক সময় হলো বসন্তকাল কিন্তু বিপাকে পড়ে রামচন্দ্র, রাজা সুরথ এবং বৈশ্য সমাধি বসন্তকাল পর্যন্ত অপেক্ষা না করে শরতেই দেবিকে অসময়ে জাগ্রত করে পূজা করেন।
বোরহান উদ্দিন কেন্দ্রীয় মন্দির।
দাস পাড়া মন্দিরের পুরোহিত (তারাপদ চক্রবর্তী)
এদিকে, পূজাকে আনন্দমুখর করে তুলতে বোরহানউদ্দিনে ২০ টি মন্দিরের প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। সারাদেশে এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন পূজা মন্ডপ।

বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ বিল্টু চন্দ্র দাস বলেন, বোরহানউদ্দিন উপজেলার ২০টি পূজামণ্ডপ স্থাপনের কাজ শেষে হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আনসার ব্যাটালিয়ন সদস্যরা পাহারা থাকবে
২০টি পূজা মন্ডলে হাফ টন করে চাউল বরাদ্দ দিয়েছে উপজেলা প্রশাসন। ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করবে আশ্বস্ত করেছে। শারদীয় পূজা নির্বিঘ্নে করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন মাত্র অপেক্ষা ষষ্ঠী পূজার। এ ব্যাপারে বোরহান উদ্দিন থানার অফিসার ইনচার মোঃ সিদ্দিকুর রহমান জানান আসন্ন শারদীয় দুর্গা পূজা যাতে করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বিঘ্নে হিন্দু সম্প্রদায় উৎসব পালন করতে পারে এজন্য সকল পূজা মন্ডবে পুলিশ মোতায়ন থাকবে, পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়ন থাকবে।
এদিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসব সুন্দরভাবে পালন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র্্যাব, আনসার, ব্যাটলিয়ান সদস্যরা পূজা মন্ডলে দায়িত্ব পালন করবে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের টিম পূজা মন্ডবে পাহারায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ