• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

নেপালের ঐতিহাসিক সিরিজ জয়, লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের ঐতিহাসিক সিরিজ জয়, লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ
ক্রিকেটের ইতিহাসে বিরল এক ঘটনার জন্ম দিল নেপাল। শারজায় অনুষ্ঠিত তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২–০ ব্যবধানে হারিয়ে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের কীর্তি গড়ল দলটি। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে হারিয়ে নেপালি ক্রিকেটাররা রচনা করল এক অবিশ্বাস্য অধ্যায়।

রোববার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নেপাল ৬ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। ইনিংসের প্রধান ভরসা ছিলেন ওপেনার আসিফ শেখ ও সুন্দিপ জরা। আসিফ ৪৭ বলে অপরাজিত ৬৮ রান করেন, যেখানে ছিল ২ ছক্কা ও ৮ বাউন্ডারি। অন্যদিকে জরা ৩৯ বলে ৫ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ দিকে মোহাম্মদ আদিল আলমের ক্যামিওতে দলটির সংগ্রহ দাঁড়ায় চ্যালেঞ্জিং পুঁজিতে।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই নেপালের বোলারদের সামনে ধুঁকতে থাকে। ১৭ দশমিক ১ ওভারে অলআউট হয়ে দলটির সংগ্রহ থামে মাত্র ৮৩ রানে। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ২১ রান আসে জেসন হোল্ডারের ব্যাট থেকে। বাকি ব্যাটাররা কার্যত দাঁড়াতেই পারেননি নেপালের শৃঙ্খলাবদ্ধ বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে।

বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ আদিল আলম। তিন বছরের বেশি সময় পর দলে ফেরা এই পেসার ২৪ রানে ৪ উইকেট তুলে নেন। তাঁকে দারুণ সঙ্গ দেন কুশল বুর্তেল, যিনি ১৬ রানে নেন ৩ উইকেট। নিখুঁত ইয়র্কার আর ধীর গতির বল মিশিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের বিভ্রান্ত করেন তাঁরা।

এই জয় নেপালের জন্য একাধিক দিক থেকে ঐতিহাসিক। প্রথমত, পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। দ্বিতীয়ত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯০ রানের বিশাল জয় আইসিসির রেকর্ডবুকে বিশেষভাবে স্থান পাবে। কারিগরি দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ভেঙে পড়া ছিল নেপালের নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের ফল।

বিশ্ব ক্রিকেটে নতুন আলোচনার জন্ম দিল এই সাফল্য। ক্ষুদ্র ক্রিকেট পরাশক্তি নেপাল প্রমাণ করল, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে বড় দলকে হারানো কোনো স্বপ্ন নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ