• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

যাচাই-বাছাই শেষে দুটি দলকে নিবন্ধনের যোগ্য ঘোষণা করল ইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

যাচাই-বাছাই শেষে দুটি দলকে নিবন্ধনের যোগ্য ঘোষণা করল ইসি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের উপযুক্ত বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুটি দলের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

ইসি সচিব বলেন, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়। যাচাই-বাছাই শেষে দুটি দলকে এখন পর্যন্ত শর্ত পূরণের যোগ্য মনে হয়েছে। তাদের মধ্যে এনসিপিকে প্রতীক সংক্রান্ত একটি চিঠিও দেওয়া হবে। তবে আনুষ্ঠানিক নিবন্ধনের বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।

এদিকে নির্বাচন কমিশনের আরেকটি সূত্র জানিয়েছে, দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি দিয়ে আপত্তি গ্রহণ করা হবে। পাশাপাশি নয়টি দলের আবেদন পুনরায় মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হচ্ছে। তিনটি দলের ক্ষেত্রে আরও বিস্তারিত যাচাই চলছে, যা শেষ হলে তাদের নিবন্ধন প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সাতটি দলের আবেদন সরাসরি বাতিল করা হয়েছে।

আদালতের আদেশে ইতিমধ্যেই বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নিবন্ধন পেয়েছে। ফলে সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ছয়টি নতুন দল ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে— জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

এর আগে গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর শুনানিতে অংশ নেয় ২২টি দল। প্রথম দফায় কোনো দলই পূর্ণ শর্ত পূরণ করতে না পারায় ইসি সময় দিয়েছিল। তবে ৮৪টি দল সাড়া দিলেও শেষ পর্যন্ত মাত্র দুটি দল সব শর্ত পূরণ করতে সক্ষম হয়।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে হলে রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি, দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলা এবং ১০০টি উপজেলা কমিটি থাকতে হবে। প্রতিটি কমিটির অন্তত ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণও দিতে হয়। এর পাশাপাশি আগের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পাওয়া বা সংসদে প্রতিনিধি থাকা নিবন্ধনের যোগ্যতার শর্ত হিসেবে বিবেচিত হয়। এসব নিয়মের পাশাপাশি দলগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ