নির্বাচন কমিশন পুনর্গঠন এখন সময়ের দাবি: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
ঢাকা, ২২ অক্টোবর ২০২৫ — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষ নয়, বরং কিছু ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ লক্ষ করা যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে।
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও বর্তমানে তাদের আচরণ পক্ষপাতমূলক। কিছু দলের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। আমরা মনে করি, এই মুহূর্তে নির্বাচন কমিশন পুনর্গঠন প্রয়োজন।”
তিনি সতর্ক করে বলেন, “নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে এর দায় সরকারের ওপরই বর্তাবে। আমরা সরকারের কাছে এই বিষয়ে আমাদের উদ্বেগ ও দাবি তুলে ধরেছি।”
জুলাই সনদ নিয়ে শর্তসাপেক্ষে এনসিপির অবস্থান
জুলাই সনদ প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “আমরা জুলাই সনদের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা শুধু একটি কাগুজে সনদে স্বাক্ষর করতে চাই না। এটি কীভাবে বাস্তবায়ন হবে, সেই বিষয়ে নির্দিষ্ট রূপরেখা ও নিশ্চয়তা পাওয়ার পরেই স্বাক্ষরের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।”
তিনি আরও জানান, “জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা প্রকাশ পেয়েছে, তার বৈধ রূপ দিতে প্রধান উপদেষ্টার সাংবিধানিক আদেশ প্রয়োজন। আমরা আইনি ও রাজনৈতিক দিক থেকে সেই দাবির যৌক্তিকতা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছি।”
গণভোট ও নতুন সংবিধানের রূপরেখা
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের অন্তর্ভুক্ত বিষয়গুলো গণভোটে উপস্থাপন করা হবে। গণভোটে অনুমোদনের পরই পরবর্তী সংসদ একটি সংস্কারকৃত সংবিধান প্রণয়নের পথে এগোবে। এই প্রক্রিয়ায় ঐকমত্য কমিশন সুপারিশ করবে এবং সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, “নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না, কারণ সংশ্লিষ্ট সব পক্ষই মূল বিষয়গুলোতে ইতিমধ্যে ঐকমত্যে পৌঁছেছে।”
সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান
বৈঠকে সরকারের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “আমরা সরকারের কাছে জোরালোভাবে দাবি জানিয়েছি, যেন যুক্তিসঙ্গতভাবে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি করা হয়। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে যথাযথ ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে।”