• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস,,, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা যমুনায় যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ,,, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,, কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত,,, নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,,, নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় বিতর্কিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বাদ দিতে ইসিতে দাবিপত্র,,,, বিএনপি মহাসচিবের অভিযোগ, কিছু রাজনৈতিক দল সঠিক সময়ে নির্বাচন না চাওয়ার চেষ্টা করছে,,, ইভিএম বিলুপ্ত, প্রার্থীর বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক,,, কলাপাড়ার খালগুলো এখন শুধুই ইতিহাস,, কলাপাড়া প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাসের পঞ্চম স্মরণ সভা অনুষ্ঠিত,,,,

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত,,,

রিপোর্টার: / ৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা
📅 তারিখ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ | ঢাকা

সাবহেড:

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন আপাতত স্থগিত করেছে সরকার। প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় সিদ্ধান্তটি স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিস্তারিত:

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি এয়ার কমোডর মো. নুর-ই-আজম।

তিনি শুক্রবার গণমাধ্যমকে বলেন,

> “সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপনটি আপাতত স্থগিত করেছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে পুনরায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

এর আগে ১২ অক্টোবর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করেছিল। ঘোষণার পর থেকেই বাংলাদেশ বিমানসহ কয়েকটি এয়ারলাইন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছিল।

তবে প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্তে আপাতত সেই প্রস্তুতি থমকে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতি অসম্পূর্ণ থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার মূল উদ্দেশ্য ছিল পর্যটন খাতের সম্প্রসারণ ও আঞ্চলিক বিমান যোগাযোগের উন্নয়ন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সব প্রস্তুতি শেষ হলে নতুন তারিখে পুনরায় আন্তর্জাতিক ঘোষণার প্রজ্ঞাপন জারি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ