
বিএনপির মধ্যে স্বৈরাচারী চিন্তাধারা দেখা যাচ্ছে: ডা. তাহের
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বিএনপির মধ্যে স্বৈরাচারী মানসিকতার পুনরুত্থান ঘটছে। তিনি বলেন, জুলাই সনদে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট তাদের ভেতরের স্বৈরাচারী চিন্তাধারারই প্রতিফলন।
রোববার (২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন,
> “বিএনপি যে বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে, তাতে বোঝা যায় তারা ভেতরে ভেতরে আবারও স্বৈরাচার হওয়ার চিন্তা করছে। স্বৈরাচার হওয়ার যে রাস্তা আমরা বন্ধ করতে চাচ্ছিলাম, তারা সেই পথে বাধা দিচ্ছে।”
তিনি আরও বলেন, “বিএনপি মাসের পর মাস আমাদের সঙ্গে এক হয়ে ৩১টি দল নিয়ে সংস্কারের জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল। তারা সনদে স্বাক্ষরও করেছে। আমি আর সালাহউদ্দিন সাহেব একসঙ্গে ছিলাম। এমনকি সেদিন মির্জা ফখরুল সাহেবও হাসিমুখে সাইন করেছেন। কেউ কাউকে জোর করে সই করায়নি। কিন্তু হঠাৎ এক রাতে তারা মত বদলে উল্টো কথা বলতে শুরু করলেন—তা বোধগম্য নয়।”
সংস্কারকে বাংলাদেশের উন্নয়নশীল গণতন্ত্রের জন্য অপরিহার্য উল্লেখ করে তাহের বলেন,
> “সংস্কার প্রশ্নে আমরা কোনো আপস করি না। প্রধান উপদেষ্টাকে বলব, কারো চাপে মাথা নত করবেন না। আপনার দায়িত্ব কোনো দলকে খুশি করা নয়, বরং জাতিকে খুশি করা।”
তিনি আরও যোগ করেন, “আমরা শুনেছি, আপনি (প্রধান উপদেষ্টা) সব দলকে খুশি করতে চান—কিন্তু এটা আপনার কাজ নয়। আপনি যদি জাতিকে খুশি করতে পারেন, তাহলেই ইতিহাসে আপনার নাম থাকবে।”
সেমিনারে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল।