
দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে, শঙ্কা প্রকাশ মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে আবারও নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের ‘শত্রুরা’ মাথাচাড়া দিয়ে উঠছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন,
> “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছে। প্রতিটি মানুষ ভাবছে—কী হবে, কী হতে পারে? আমরা দেখছি, বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। যত সময় যাচ্ছে, দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা বাড়ছে।”
তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়িয়ে ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলছে।
> “দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার ও প্রোপাগান্ডার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে,”—যোগ করেন বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনের আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দল ও অঙ্গসংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন,
> “৭ নভেম্বর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আজও আমরা সেই ঐক্যের পথে এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দলকে ঐক্যবদ্ধ করছেন, জাতিকে নতুন আশা জোগাচ্ছেন।”
বিএনপি মহাসচিব এ সময় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন,
> “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ কর্মযজ্ঞে নেমেছিল, সর্বজনীন উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের শত্রুরা তাঁকে হত্যা করে দেশকে আবারও অন্ধকারে ঠেলে দেয়।”
তিনি বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের দর্শনই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।”
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।