
হাঁটুর চোট নিয়েও হ্যাটট্রিক—সান্তোসকে অবনমনসঙ্কট থেকে টেনে তুললেন নেইমার
সংবাদ প্রতিবেদন
বারবার চোটের ধকল সামলেও মাঠে ফিরেই অসাধারণ নৈপুণ্য দেখালেন নেইমার। হাঁটুর চোট সেরে না উঠলেও মেডিকেল টিমের সবুজ সংকেত ছাড়াই খেলতে নেমে ব্রাজিলিয়ান লিগ ব্রাসিলেইরাওতে জুভেন্তুদির বিপক্ষে হ্যাটট্রিক করেছেন সান্তোস তারকা। বুধবার ৩-০ গোলের জয়ে নেইমারের এই তিন গোল সান্তোসকে অবনমন অঞ্চল থেকে গুরুত্বপূর্ণ দূরত্বে সরিয়ে দিয়েছে।
দীর্ঘ প্রায় তিন বছর পর পেশাদার ফুটবলে হ্যাটট্রিক করলেন নেইমার। এর আগে ২০২২ সালের এপ্রিলে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে তিনটি গোল আসে তার পা থেকে।
৫৬তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে প্রথম গোল করেন নেইমার। এরপর ইগর ভিনিসিয়ুসের ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে দ্বিতীয় গোলটি করেন। পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করার পর ৮৩তম মিনিটে তাকে বদলি করা হয়।
ইএসপিএন জানিয়েছে, মৌসুম শেষে তার বাম হাঁটুর মেনিস্কাস চোট সারাতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
এ জয়ে সান্তোস এখন ভিটোরিয়ার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে, যেখানে ভিটোরিয়া রয়েছে অবনমন অঞ্চলটির শেষ স্থানে। আসন্ন রবিবার ভিলা বেলমিরোতে ক্রুজেইরোর বিপক্ষে জিততে পারলে নিশ্চিত হয়ে যাবে সান্তোসের প্রথম বিভাগে টিকে থাকা।