• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উপদেষ্টা পরিষদের দফতর পুনর্বণ্টন: রিজওয়ানা তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুরের দায়িত্ব এলজিআরডি তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন,,, অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি ঠেকাতে জরুরি নতুন আইন আসছে: প্রেস সচিব,,, নীতি থেকে একচুল নড়িনি—তাই শক্তিশালীদের রোষানলে পড়েছি: আসিফ মাহমুদ”,,, ১৩তম জাতীয় নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার আপিলের চূড়ান্ত শুনানি,,, চাকরি বিধিমালা প্রকাশের দাবিতে শুক্রবার থেকে মেট্রোরেলের সব সেবা বন্ধ, কর্মকর্তাদের সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা, তফসিলের পরদিন থেকেই মাঠে ভ্রাম্যমাণ আদালত, কঠোর নজরদারিতে ইসি** ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে: তফসিল ঘোষণা করলেন সিইসি,, আমতলীতে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়/দৈনিক ক্রাইম বাংলা।। খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে : ডা. জাহিদ,,,

তফসিলের পরদিন থেকেই মাঠে ভ্রাম্যমাণ আদালত, কঠোর নজরদারিতে ইসি**

রিপোর্টার: / ১০ পঠিত
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

তফসিলের পরদিন থেকেই মাঠে ভ্রাম্যমাণ আদালত, কঠোর নজরদারিতে ইসি**

তফসিল ঘোষণার পরদিন থেকেই সারাদেশে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ইসি।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ অনুযায়ী এসব ম্যাজিস্ট্রেট তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবেন। তারা আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ইসি। কমিশন সচিব আখতার আহমেদ জানান, তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে কমিশন। তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানারসহ সব নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি ঘোষণা করবেন। তার ভাষণ বিটিভি ও বেতারের জন্য ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও কমিশনকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সকল সহায়তার আশ্বাস দিয়েছেন।

ইসির চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা ও থানাভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ নিশ্চিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ