তফসিলের পরদিন থেকেই মাঠে ভ্রাম্যমাণ আদালত, কঠোর নজরদারিতে ইসি**
তফসিল ঘোষণার পরদিন থেকেই সারাদেশে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ইসি।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ অনুযায়ী এসব ম্যাজিস্ট্রেট তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবেন। তারা আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ইসি। কমিশন সচিব আখতার আহমেদ জানান, তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে কমিশন। তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানারসহ সব নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি ঘোষণা করবেন। তার ভাষণ বিটিভি ও বেতারের জন্য ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও কমিশনকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সকল সহায়তার আশ্বাস দিয়েছেন।
ইসির চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা ও থানাভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ নিশ্চিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।





















