
মোঃ জালাল হোসেন।।
নওগাঁর মান্দায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, মান্দা উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও নওগাঁ-৪ (মান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন মান্দা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল ইমান, মিজানুর রহমান, মো: আব্দুল মান্নানসহ পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে সংগঠিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি পল্লী চিকিৎসক সমাজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।