মোঃজুলহাস মিয়া,বরগুনা :বন বিভাগের সাজানো মিথ্যা মামলায় গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার যুগান্তর প্রতিনিধি এমএ কাসেমকে নি:শর্ত মুক্তির দাবীতে
শনিবার সকালে বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ইউনিয়নের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি যুগান্তরের স্টাফ রিপোর্টার এম. মজিবুল হক কিসলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি ফেরদৌস খান ইমন, প্রথম আলোর বরগুনা জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ রফিক, একাত্তর টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ইমরান হোসেন টিটু, ইনডেপেনডেন্ট টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নে কোষাধ্যক্ষ আরিফুর রহমান ফসল,বিজয় টিভির বরগুনা জেলা প্রতিনিধি মোঃ জুলহাস মিয়া,
মাই টিভির বরগুনা জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সদস্য শফিকুল ইসলাম স্বপন,চ্যানেল এস দৈনিক গণকণ্ঠ ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকা বরগুনা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন , বার্তা বাজারের বরগুনা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান ,সিএনএন বাংলা টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি মোঃ রাসেল হোসাইন,আমাদের নতুন সময় বরগুনা জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সদস্য ইফতেখার শাহিন, এশিয়ান টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সদস্য তারিকুল ইসলাম রতন, স্বদেশ প্রতিদিনের বরগুনা জেলা প্রতিনিধি ও বরগুনা সাংবাদিক ইউনিয়নের সদস্য মিরাজ খান, আমাদের কণ্ঠের বরগুনা জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সদস্য আসাদ তালুকদারপ্রমুখ। সভাপতি বলেন, যুগান্তর সব সময় অন্যায়ের বিরুদ্ধ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। প্রধান মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সভাপতি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন, সাংবাদিকের লেখার মাধ্যমে আমি সঠিক তথ্য পাই। সাংবাদিকদের কেহ অযথা হয়রানী করবেন না। আমরা যখন কোন দুর্নীতির নিউজ করি তখন দুর্নীতিবাজরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। তেমনি ভাবে আমাদের সাংবাদিক যুগান্তর প্রতিনিধি এম এ কাসেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে। অন্যান্য সাংবাদিকরা বলেন, যুগান্তরের সাংবাদিক এমএ কাসেম বন বিভাগের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এ জন্য তাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা যুগান্তরের সাংবাদিক এমএ কাসেমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান সাংবাদিকরা।
উল্লেখ্য, বনপ্রহরী (ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা) হোসেন আহমেদের করা একটি মামলায় জয়দেবপুর থানা পুলিশ মঙ্গলবার এম এ কাসেমকে গ্রেফতার করেন। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
You cannot copy content of this page