• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সিতোরিউ শিকোকাই কারাতে এসোসিয়েশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। বিডিআর হত্যাকাণ্ডে রাজনৈতিক ও বাহিনীগত ব্যর্থতার দায় নির্ধারণে কমিশনের বিস্ফোরক প্রতিবেদন,,, খুলনায় আদালত গেটেই প্রকাশ্যে হামলা: গুলি ও কুপিয়ে দুইজনকে হত্যা মান্দার আকাশজুড়ে একই প্রার্থনা—“হে আল্লাহ, আমাদের মা খালেদা জিয়াকে সুস্থ করে দিন”/দৈনিক ক্রাইম বাংলা।। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত,,, থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১৬২–সরকারের ব্যর্থতা স্বীকার করলেন প্রধানমন্ত্রী,,, তিন দিন ধরেই স্থিতিশীল খালেদা জিয়ার অবস্থা—জানালেন ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ,, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা,,, কে হতে চলেছেন মান্দার অভিভাবক?/দৈনিক ক্রাইম বাংলা।। তেতুলিয়ার সাবাই হাটে ধানের শীষের গণজাগরণ ডাঃ ইকরামুল বারী টিপুকে ঘিরে নির্বাচনী সমাবেশে মানুষের ঢল/দৈনিক ক্রাইম বাংলা।।

অনেক ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার এর বিজয় কুয়াকাটায়।

রিপোর্টার: / ৪৯৪ পঠিত
আপডেট: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার মোঃ শাহাবুদ্দিন  : প্রশাসনের কঠোর নজরদারীতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাগরকন্যা খ্যাত কুয়াকাটা পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
এ পৌরসভায় মোট ভোটার ছিল ৮ হাজার ১ শত ২২ জন। মোট ভোটারের প্রায় অর্ধেক নারী ভোটার। এরমধ্যে ইভিএমে ৬ হাজার ১৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। হিসেবে অনুযায়ী শতকরা ৭৫ ভাগ ভোটার ভোট দিয়েছেন।
এতে জগ মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন হাওলাদার ৩ হাজার ৩ শত ৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ২ হাজার ৬ শত ৮০ ভোট পেয়েছেন।
নৌকা মার্কার প্রার্থী আব্দুল বারেক মোল্লাকে ৬ শত ৫৫ ভোটের ব্যবধানে হারিয়ে জগ মার্কার স্বতন্ত্র মেয়র আনোয়ার হোসেন হাওলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুর রশিদ জানিয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরামহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত চলে। ৯ টি ভোট কেন্দ্রে ৩৬ টি বুথে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিয়েছেন বলে ভোটারদের অভিমত ছিলো। এমন ভোটের আয়োজন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রতিটি ভোটকেন্দ্রের জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও আনসার সদস্যসহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করেছেন। যে কোনো ধরনের সহিংসতা এড়াতে ভোট কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
৪ মেয়র প্রার্থী, ৩১ জন কাউন্সিলর প্রার্থী এবং ৮ জন নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনী মাঠে লড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ