মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর প্রতিনিধি: সোমবার দুপুর সাড়ে ৩টায় দিনাজপুর রেলওয়ে স্টেশনের উঁচু ও বর্ধিত প্লাটফর্ম উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন। এ সময় আরও উপস্থিত দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, দিনাজপুর পুলিশ সুপার মোঃ আনোয়ারুল ইসলাম পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইমাম চৌধুরী, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি মাজেদুল ইসলাম মাজেদ, জেলা ও শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও লালমনিরহাট, রাজশাহী এবং দিনাজপুর রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী বলেন, শুধু দিনাজপুর নয় সারাদেশেই রেলওয়ের ব্যাপক উন্নয়নের কাজ চলছে। খুব শীঘ্রই ঢাকায় মেট্টোরেল চালু হবে। বাংলাদেশ হবে রেলওয়ে জগতে উন্নয়নের রোল মডেল।
You cannot copy content of this page