ক্রাইম বাংলা ডেস্ক দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলার অন্যতম নারায়ণগঞ্জে একদিনে অর্ধশত মানুষের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। বরিশালে একটি স্বাস্থ্য কমপ্লেক্স অবরুদ্ধ করা হয়েছে।
বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৬। মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭১৯।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। একদিনে এত বেশি নতুন রোগী আর কখনও বাংলাদেশে শনাক্ত হয়নি।
গত এক দিনে নতুন করে ১৮৪ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছেন মোট এক হাজার ৭৯৪ জন।
বরিশালে সেবকিাসহ ২ জন আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
বরিশালে এক সেবিকাসহ দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ মোট আক্রান্ত ৪৮ জন। এদের মধ্যে থেকে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বুধবার রাতে বরিশাল করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৪৮ বছর বয়সী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকা রয়েছেন। আরেকজন হলেন ৫০ বছর বয়সী সদর উপজেলার রায়পাশা কড়াপুর এলাকার বাসিন্দা।
সেবিকা আক্রান্তের ঘটনায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে; তবে ফ্লু কর্নার খোলা থাকবে বলে জেলা প্রশাসক জানান।
দিনাজপুরে ২ জন আক্রান্ত
দিনাজপুরে বুধবার আরও দুই জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হলো।
দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন, আক্রান্তদের মধ্যে ২৭ জনই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আগত। আক্রান্ত ২২ জন হোম কোয়ারেন্টিনে এবং একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন।
বগুড়ায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন ৫ জন
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্র থেকে করোনাভাইরাস মুক্তহয়ে পাঁচ জন বাড়ি ফিরেছেন। এনিয়ে ওই কেন্দ্র থেকে মোট ৭ জন করোনাভাইরাস মুক্ত হয়ে বাড়ি ফিরেছে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত শাহারুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত ২৫ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল জানান, আজ বুধবার দুপুরে করোনা চিকিৎসায় সুস্থ হওয়া ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ৯ জন আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে বুধবার ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো। জেলার সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজারের ল্যাবে ২ জন শনাক্ত
কক্সবাজারের ল্যাবে ২ ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া।
এতে জেলায় করোনাভাইরাস আক্রান্ত ৫১ জন শনাক্ত হলো বলে তিনি জানান।
ফেনীতে ২ জন আক্রান্ত, বাড়ি ফিরলেন ২ জনফেনীতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই জন ব্যক্তি। এ নিয়ে ফেনীতে আক্রন্তের সংখ্য দাঁড়িয়েছে ৬ জন।
বুধবার সিভিল সার্জন সাজ্জাদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
এদিকে, আক্রান্ত দুই জন সুস্থ হয়েছেন বলেও সিভিল সার্জন জানান।মুন্সীগঞ্জে আরও ৭ জন আক্রান্তমুন্সীগঞ্জে বুধবার নতুন আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ২০৪ জন।
বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নওগাঁয় আরও চার জন শনাক্ত
নওগাঁর আত্রাই উপজেলায় দুই নারী এবং রানীনগর উপজেলায় দুই জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।বুধবার নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মনজুর এ মোর্শেদ জানান, নতুন করে আক্রান্ত এই চারজন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছেন। তারাসহ গতকাল আক্রান্ত ৩২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।পঞ্চগড়ে স্বাস্থ্যকর্মী আক্রান্তপঞ্চগড়ে নমুনা সংগ্রহকারী এক স্বাস্থ্যকর্মীর করোনাবাইরাস শনাক্ত হয়েছে।
জেলার সিভিল সার্জন ফজলুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় দিনাজপুর থেকে ওই স্বাস্থকর্মীর নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।৪০ বছর বয়সী ওই ব্যক্তি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পোর্টার। তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নে।রংপুর মেডিকেলে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্তরংপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই রংপুর জেলার বাসিন্দা। এনিয়ে জেলায় আক্রান্ত হলো ৯০ জনে।
বুধবার রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু একথা জানান।