গত ২৪ ঘণ্টায় সীমান্তের ৬ জেলায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৭ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে রাজশাহী মেডিক্যালে করোনা আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। করোনা মারা যাওয়াদের মধ্যে ৭ জন রাজশাহীর, বাকি তিনজন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর বাসিন্দা। এছাড়া খুলনা মেডিক্যালে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে তিনজন। এছাড়া দিনাজপুর, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় ৭ জনের মৃত্যু হয়েছে।