ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে এখন পর্যন্ত ইরানের সবচেয়ে কট্টর প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েল। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র লিওর হাইয়াত বলেছেন, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির অন্য যেকোন প্রেসিডেন্টের চেয়ে কট্টর। রাইসি ইরানের পারমানবিক কর্মকান্ড আরও বৃদ্ধি করবে বলেও সতর্ক করেছেন তিনি।
এক টুইটার বার্তায় লিওর হাইয়াত বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি অবিলম্বে বন্ধ করতে হবে এবং তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা উচিত। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির এখনই ইতি টানতে হবে এবং বিশ্বব্যাপী আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রসারে দেশটির কর্মকান্ড জোরালোভাবে মোকাবেলা করতে হবে।’
এদিকে নির্বাচনে জয় লাভ করার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে রাইসি বলেন, ‘আমি ইরানে পরিশ্রমী, বিপ্লবী এবং দুর্নীতি বিরোধী একটি সরকার গঠন করবো।’ সরকারের প্রতি মানুষের বিশ্বাস বৃদ্ধি এবং ইরানীদের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করারও প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে, শনিবার ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে থাকা সাবেক বিচারপতি ইব্রাহিম রাইসি। রাইসি হলেন দেশটির সর্বাধিক পরিচিত এবং তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ মিত্র। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খোমেনির পছন্দের এবং দেশটির দুর্নীতি দমন অভিযানের কারণে বিপুল সমর্থন পেয়ে আসছিলেন তিনি। তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানিদের একজন। কয়েক দশক আগে রাজনৈতিক বন্দিদের হত্যার ঘটনায় তিনি জড়িত এমন সন্দেহে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।
You cannot copy content of this page