
জাফর ইকবাল কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া খেয়া ঘাট থেকে গতো ১২-৭-২০২১ই তারিখ,গোপন সংবাদের ভিত্তিতে বেহেন্দি জাল ও একটি ফিশিংবোট জব্দ করেন নিজামপুর কোস্টগার্ড স্টেশন। অবৈধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়। তখন উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মৎস্য প্রতিনিধি মোহাম্মদ মহাসিন রেজা । এবং ফিশিংবোট এর আইনি কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে জানা গেছে।