• মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। বদলগাছীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। অধ্যাদেশের ৮০% কাজ শেষ, সাত কলেজের আন্দোলন স্থগিত কলাপাড়ায় মসজিদের কাজে বাঁধা,প্রতিবাদ করলেই দেয়া হয় মিথ্যা মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের উদ্বেগ মিথ্যা মামলার বেড়াজালে পড়ে নিঃস্ব হয়ে ন্যায় বিচার পেতে বিভিন্ন দপ্তরে দরখাস্ত/দৈনিক ক্রাইম বাংলা।। আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে’ ………মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাঠের ব্রীজই লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা/দৈনিক ক্রাইম বাংলা।। যথার্থ জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক …..উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক/দৈনিক ক্রাইম বাংলা।। রিও প্রগতি মানবতা অ্যাওয়ার্ডে ভূষিত ‘আমরা কলাপাড়াবাসীথ সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।।

ঢাকা মহানগর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম সরোয়ার পিন্টু /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৬৫৬ পঠিত
আপডেট: বুধবার, ১৪ জুলাই, ২০২১

ক্রাইম বাংলা ডেক্স   ঃ ২০১২ সালে সরকারি নিবন্ধন নং- (১০১৪৭৬) নিয়ে আলোর মুখ দেখে এই সংগঠনটি, প্রতিষ্ঠালগ্ন থেকে সরকারের পাশাপাশি দেশের উন্নয়নে স্বেচ্ছায় শ্রম দিয়ে আসছে এই সংগঠনটি, ইতোমধ্যে সরকারকে সহযোগিতার পাশাপাশি দেশের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে সংগঠনটি খুব শীঘ্রই স্বর্ন শিখরে পৌঁছানোর অক্লান্ত পরিশ্রম দিয়ে যাচ্ছে।
নতুন এই কমিটিতে যারা মনোনীত হয়েছেন……

প্রধান পৃষ্ঠপোষক——-
আ ফ ম বাহাউদ্দিন নাছিম,
যুগ্ম সম্পাদক- বাংলাদেশ আওয়ামীলীগ।

পৃষ্ঠপোষক———
মাহবুব হোসেন,
আ্যডিশনাল আইজিপি, পুলিশ।

প্রধান উপদেষ্টা——
হাবিবুর রহমান,
ডিআইজি, পুলিশ।

আইন উপদেষ্টা——
এডভোকেট আব্দুল হাই টুনি,
মহিলা বিষয়ক সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

প্রেসিডিয়াম উপদেষ্টা………………….

আলহাজ্ব হারুন উর রশীদ (সিআইপি),
চেয়ারম্যান- এশিয়ান টেলিভিশন।

আলহাজ্ব মাইনুল ইসলাম খান নিখিল,
সাধারণ সম্পাদক- যুবলীগ।

আফজালুর রহমান বাবু,
সাধারণ সম্পাদক- স্বেচ্ছাসেবক লীগ।

আলহাজ্ব মোবাশ্বের হোসেন চৌধুরী,
যুগ্ম সম্পাদক- স্বেচ্ছাসেবক লীগ।

লেখক ভট্টাচার্য,
সাধারণ সম্পাদক- ছাত্রলীগ।

আ জ ম খসরু,
সাধারণ সম্পাদক- শ্রমিকলীগ।

কানতারা খান,
সদস্য-
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি।

প্রতিষ্ঠাতা সভাপতি—–
গোলাম সরওয়ার পিন্টু,

সিনিয়র সহ-সভাপতি—-
মাজহারুল আমিন শুভ,

সহ-সভাপতি—–
আব্দুল আল মামুন,
বোরহান উদ্দিন ডালিম,
ঢালী কামরুজ্জামান হারুন,
খোরশেদ আলম,
এইচ এম আব্দুর রাজ্জাক রাজ,
কাজী আবু তাহের মোঃ নাসির,
লুৎফর রহমান ফটিক,
সরকার জামাল,

সাধারণ সম্পাদক—–
সৈয়দ শফিকুর রহমান পলাশ,

যুগ্ম সম্পাদক—–
ফরিদ উদ্দিন সিদ্দিকী,
সফিকুল ইসলাম,
আল ফারুক খান,
জাহিদী আরমান,
এস এম আবুল কালাম আজাদ,
মোঃ আজিজুর রহমান টুটুল,
মোঃ আল আমিন শেখ
মোঃ কাউছার আহমেদ চৌধুরী বিজয়
মোঃ বেলায়েত হোসেন,
আসাদুজ্জামান নূর,

সাংগঠনিক সম্পাদক—-
মোঃ জাকির হোসেন,

সহ সাংগঠনিক সম্পাদক—–
সুমন সরদার,
স্বাধীন সরকার,
প্রান্ত পারভেজ,
জামাল হোসেন,
জাকির পাটোয়ারি,
এনামুল হাসান,
সুজন শেখ,

আইন সম্পাদক-
এডভোকেট খালেদ মাসুদ,
সহ আইন সম্পাদক-
এডভোকেট ফোরকানুজ্জামান,

মহিলা বিষয়ক সম্পাদক-
জোবায়দা নাজনীন চৌধুরী
সহ মহিলা বিষয়ক সম্পাদক-

দপ্তর সম্পাদক-
এবি খালেক হোসেন,
সহ দপ্তর সম্পাদক-
জাকারিয়া চৌধুরী,

প্রচার ও প্রকাশনা সম্পাদক-
বিমল সরকার,
সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক-
ডিএম রবিন,

অর্থ সম্পাদক-
মফিজুল ইসলাম শান্ত
সহ অর্থ সম্পাদক-
কথা আক্তার,

সাংস্কৃতিক সম্পাদক-
মনিরুজ্জামান অপূর্ব,
সহ সাংস্কৃতিক সম্পাদক-
আরিফুল ইসলাম কাজল,

আপ্যায়ন সম্পাদক—
রাতুল আহাম্মেদ সুমন

আন্তর্জাতিক সম্পাদক-
এম এ আরব আলী বিশ্বাস,
সহ আন্তর্জাতিক সম্পাদক—-
এনামুল হাসান,

ক্রিড়া সম্পাদক-
রুবেল আহাম্মেদ,
সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক-
মোঃ সাইদ অর্নব,

সমাজ কল্যাণ সম্পাদক-
বিপা চৌধুরী,
সহ সমাজ কল্যাণ সম্পাদক-
মোঃ আনিসুর রহমান লিমন,

ত্রান ও পুনর্বাসন সম্পাদক-
এইচ এ মিতু,
সহ ত্রান ও পুনর্বাসন সম্পাদক-

মানবাধিকার বিষয়ক সম্পাদক-
হৃদয় হাসান,
মোঃ রানা,

শিক্ষা ও পাঠাগার সম্পাদক-
রুমেল ইসলাম শান্ত বাবু
সহ শিক্ষা ও পাঠাগার সম্পাদক-
খান পাভেল,

ধর্ম বিষয়ক সম্পাদক-
জসিম উদ্দিন চৌধুরী নিলয়,
সহ ধর্ম বিষয়ক সম্পাদক-
লিটন বিশ্বাস,

শ্রমবিষয়ক সম্পাদক-
রাহেলা সিদ্দিকা,
সহ শ্রম বিষয়ক সম্পাদক-
মাসুদ করিম,

স্বাস্থ্য বিষায়ক সম্পাদক-
ডাঃ সাজিদ হাসান রানা
সহ স্বাস্থ্য বিষায়ক সম্পাদক-
এম এ সবুর,

পাবলিক রিলেশন অফিসার-
মোঃ সুজন মিয়া,
সহ পাবলিক রিলেশন অফিসার-
মারুফ সরকার,

সদস্য বৃন্দ—————–
মোঃ কামাল হোসেন ঢালী,
ফাতেমা আক্তার স্বপ্না,
নুর ইসলাম আলী রুবেল,
মোঃ সোহেল রানা,

এছাড়াও পরিচালনা কমিটিতে রয়েছেন
সভাপতি- (পরিচালনা কমিটি),
মোঃ মোস্তফ,

সাধারণ সম্পাদক- (পরিচালনা কমিটি),
শেখ সোহাগ,

সাংগঠনিক সম্পাদক- (পরিচালনা কমিটি),
মাসুম তালুকদার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ