মোহাম্মদ শাহাবুদ্দিন কলাপাড়ায় উপজেলার আন্ধারমানিক নদীর মোহনা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যাওয়ার পথে। তিনটি মাছ ধরার ট্রলার ১০ টি বেহুন্দি জালসহ ২৫ জেলেকে আটক কেরেছে নিজামপুর কোষ্টগার্ড। তিন টি ট্রলার মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা
হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং নিষোধাজ্ঞা কালীন সময়ে মাছ ধরবেনা এ মর্মে মুচলেখা রেখে জেলেদের ছেরে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, নিজামপুর কোষ্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং ও উপজেলা মৎস্য প্রতিনিধি মোঃমহাসিন রেজা সহ কোষ্টগার্ডের সদস্যরা।এবং উপজেলা মৎস্য অফিসার বলেন এ অভিযান আগামী ২৩ তারিখ পর্যন্ত চলবে বলে গণমাধ্যমকে বলেছেন।
You cannot copy content of this page