সম্পাদকীয় ডেস্ক দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যখন কঠোর লকডাউনের বিধি-নিষেধ মানাতে ব্যস্ত, তখন অপরাধীচক্র মেতেছে অপতৎপরতায়। ট্রলার ভাড়া নিয়ে বাগবিত-ায় ট্রলারের চালক ও তাঁর মামাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। ঈদের ছুটির তিন দিন এবং গত শুক্রবার ১১ জেলায় ১৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরে ঈদের আগের রাতে ট্রাকে বাড়ি ফেরার পথে সাত গরু ব্যাপারীর ১৩ লাখ টাকা লুট করেছে যাত্রীবেশী ডাকাতদল। এ সময় ডাকাতদের হামলায় তিন ব্যাপারী গুরুতর আহত হন। ভয়াবহ এই ডাকাতির ঘটনায় এজাহার নিয়ে গেলে মামলা না নিয়ে ঢাকার ভাটারা, গাজীপুর মহানগরীর সদর, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুরÑএই তিন থানার মধ্যে ঠেলাঠেলির অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের নাগর নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে একজন নিহত ও ৫০ জন আহত হয়েছে। গোপালগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবকের নামে মামলা হয়েছে। একই ধরনের অভিযোগে মামলা হয়েছে গাজীপুরের টঙ্গীতেও। ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় মামলা হয়েছে বরিশালের আগৈলঝাড়ায়। সাধারণত ঈদের ছুটির সময় ছিনতাই, চুরি-ডাকাতির মতো ঘটনা ঘটে। ঈদুল আজহায় কোরবানির পশু বোঝাই ট্রাক ছিনতাইয়ের খবরও অতীতে পাওয়া গেছে। কিন্তু এবারের ঘটনাগুলো বলছে অপরাধের ধরন বদলে গেছে। যেমনÑসামান্য ট্রলার ভাড়া নিয়ে ট্রলার চালক ও তাঁর মামাকে হামলা করা হয়েছে। গাজীপুরে গরু ব্যাপারীদের গরু বিক্রির টাকা লুট করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মামলা নিয়ে তিন থানার ঠেলাঠেলি কেন? বোয়ালমারীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে আধিপত্য বিস্তার নিয়ে। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা তো আছেই। সব মিলিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে হবে। বিশেষ করে যখন অপরাধের ধরন পাল্টাচ্ছে, তখন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আরো তৎপর হবে, এটাই আমাদের প্রত্যাশা।