স্টাফ রিপোর্টারঃ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংস হয়ে উঠছে নির্বাচনি মাঠ। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, ততই উত্তেজনা ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই সংঘাত-সহিংসতার ঘটনা ঘটছে। দলীয় মনোনয়নবঞ্চিতরা নির্বাচনি এলাকায় উত্তাপ ছড়াচ্ছেন। ইতিমধ্যে প্রার্থীসহ বেশ কয়েক জনের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহদাত হোসেন চৌধুরী ইত্তেফাককে বলেন, প্রাণহানি কোনোভাবেই কাম্য নয়। প্রতিটি নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা করলে ছাড় পাবে না।
দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউপিতে ভোট হবে আগামী ১১ নভেম্বর। এছাড়া তৃতীয় ধাপের ১ হাজার ৭ ইউপিতে ভোট হবে ২৮ নভেম্বর। বেশ কিছু এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বদলের ঘটনাও ঘটেছে। দলীয় প্রার্থিতা বদলের ঘটনায় নির্বাচন কমিশন অনেকটা বিপাকে পড়েছে। কে দলীয় প্রার্থী, আর কে নয়—তা নিয়ে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের। এছাড়া ৭ম ধাপের ১০ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে। একজন প্রার্থীকে অপহরণ করার অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের কাছে।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়ন দাখিলের সময় গতকাল শেষ হয়েছে। তবে এখনো পর্যন্ত চেয়ারম্যান বা সদস্য পদে কতজন প্রার্থী তা নিশ্চিত করতে পারেনি কমিশন। এসব মনোনয়নপত্র আগামী ২১ অক্টোবর যাচাই-বাছাই হবে, প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর পর্যন্ত। এদিকে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আপিল কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জেলা নির্বাচন কর্মকর্তাকে আপিল কর্তৃপক্ষ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে শনিবার মধ্যরাতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নেথোয়াই মারমা নামের আওয়ামী লীগের চিত্মরম ইউপির চেয়ারম্যান পদপ্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চিত্মরম ইউপির নির্বাচন পিছিয়ে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার। একই দিন নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাকা গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে মনোনয়ন ও একটি হত্যা মামলার মীমাংসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছে।
এর আগে গত শুক্রবার নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা সদরের জগদল এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
You cannot copy content of this page