• বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে খালে পাওয়া লাশের রহস্য উদঘাটন, বাবা-মা দুলাভাই’র হাতে মৃত্যু উর্মীর/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারে পানি কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অসুস্থ রোগীর চিকিৎসায় জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠনের আর্থিক সহায়তা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে মাদ্রাসায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে চেয়ার ছোড়াছুড়ি, সুপারের কক্ষে মারল ৩টি তালা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কালীগঞ্জে যুবককে হত্যার অন্যতম আসামি বাউফলে র‍‍্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। রামগতিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপি নেতা সোহেল-নবীউল্লাহসহ ১১০ জনকে অব্যাহতি,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

বরিশালে টাকার বিনিময়ে নতুন বই বিতরনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

বরিশাল ব্যুরোঃ সরকার সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন বই বিতরণ করলেও জেলার আগৈলঝাড়া উপজেলার মাধ্যমিক স্তরের কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের বই পেতে গুনতে হচ্ছে চার থেকে পাঁচশ’ টাকা।
সরকারের মহতি উদ্যোগ দু’একটি প্রতিষ্ঠানের কারণে ম্লান হওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রতিকার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকসহ সচেতন মহল। নিয়মনীতির বাইরে পুরান বই স্কুলে জমা নেয়া ও টাকা নিয়ে বই দেয়ার কোন সদোত্তর দিতে পারেননি অভিযুক্ত স্কুলের প্রধানশিক্ষকরা। তবে টাকার বিনিময়ে বই নেয়ার ঘটনায় সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিভাবকরা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার পয়সা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের অভিভাবক মাকসুদ হাসান ও রুবেল শেখ জানান, নতুন বই পেতে হলে স্কুলের দাবী করা চারশ’ টাকা পরিশোধ করে তাদের ছেলে-মেয়ের জন্য নতুন বই সংগ্রহ করতে হয়েছে। একইভাবে যারা বই সংগ্রহ করেছেন তাদের সবারই বিনামূল্যের বই পেতে গুনতে হয়েছে টাকা। শিক্ষকদের দাবিকৃত টাকা না দেয়া পর্যন্ত শিক্ষার্থীরা নতুন বই পায়নি।
এরমধ্যে ৩৫০টাকায় বই এবং ৫০ টাকা ভর্তি ফি’র জন্য নেয়া হলেও স্কুল থেকে প্রদান করা রশিদে বই বা ভর্তি ফি কোনটাই নির্দ্দিষ্ট করা হয়নি। প্রতিষ্ঠানকে টাকার রশিদ প্রদান করতে বলায় অভিভাবকদের চারশ’ টাকার দুটি রশিদ দেয়া হয়েছে মাত্র।
একইভাবে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়ার মাধ্যমে সরকারের নতুন বই বিতরণের অভিযোগ রয়েছে রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। মাধ্যমিক শিক্ষা অফিসের সহায়ক মন্টু রঞ্জন হালদার জানান, নতুন বই বিতরণের জন্য স্কুলে পুরান বই জমা নেয়ার কোন বিধান নাই এবং নতুন বই পেতে শিক্ষার্থীদের কাছ থেকে কোন প্রকার টাকা আদায় করা যাবেনা।
পয়সা মাধ্যমিক বিদ্যালয় এ- কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, স্কুল থেকে বিনামূল্যে বই প্রদান করা হচ্ছে। তবে ম্যানেজিং কমিটির রেজুলেশন অনুযায়ী ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ফরম বাবদ ৫০টাকা, মিলাদ ও পুজার ফি বাবদ ৮০টাকা, ভর্তি ফি ২২০টাকা এবং ভর্তি পরীক্ষা বাবদ ৫০ টাকাসহ মোট চারশ’ টাকা বই বিতরণের সময় আদায় করা হচ্ছে। রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক উজ্জ্বল কুমার মন্ডল বলেন, টাকা দিয়ে বই বিতরণের বিষয়টি আমার জানা নেই। অভিভাবকদের লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ