-টোয়েন্টি ক্রিকেটের আইনে বদল আনছে আইসিসি। এই নিয়মের ফলে বোলারদের থেকে ব্যাটারদেরই বেশি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচে এতদিন স্লো ওভার রেটের কারণে ম্যাচের পর জরিমানা ও নিষেধাজ্ঞার মতো শাস্তি দিয়েছে আইসিসি। নিয়মটি পাল্টে এখন থেকে টি-টোয়েন্টিতে নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মে টি-টোয়েন্টি ক্রিকেটে মন্থর বোলিংয়ের জন্য সেই ম্যাচের মাঝেই শাস্তি দেওয়া হবে বোলিং দলকে। এখন থেকে কোনো দল যদি নির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভার শুরু করতে না পারে তাহলে বাকি ওভারের সময় ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে তাদের। সে ক্ষেত্রে ব্যাটারদের কাছে বাড়তি সুবিধা থাকবে শেষ দিকে বেশি রান তুলে নেওয়ার। আগে মন্থর ওভার রেটের জন্য ফিল্ডিং দলকে জরিমানা করা হতো। অনেক সময় অধিনায়ককে শাস্তি দেওয়া হতো ম্যাচ খেলতে না দিয়ে। এ ছাড়া আরো একটি নিয়ম আনছে আইসিসি। ইনিংসের মাঝে আইপিএলে যেমন আড়াই মিনিটের একটি জল খাওয়ার বিরতি দেওয়া হয়, আন্তর্জাতিক ম্যাচেও তেমনটাই করা হবে এবার থেকে। ১৬ জানুয়ারি জ্যামাইকাতে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের ম্যাচে প্রথম এই নিয়মে খেলা হবে। মেয়েদের ক্রিকেটে এই নিয়মে প্রথম ম্যাচ খেলা হবে ১৮ জানুয়ারি।