কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সদস্যদের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নির্দেশনায় হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকাল ৮টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর এলাকায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও করোনা এক্সপার্ট টিমের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন করোনা এক্সপার্ট টিমের উপদেষ্টা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ইউনিয়ন টিম লিডার আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, সদস্য ইয়াসমিন সুলতানা, কওছার আলী খাঁন, রবিন্দ্রনাথ সরকার, ভৈরব কুমার মন্ডল প্রমুখ।
You cannot copy content of this page