স্বাস্থ্য ডেস্ক প্রয়োজনীয় যতেœর অভাব কিংবা ধূমপানের প্রভাবে অনেক সময়ই ঠোঁটের স্বাভাবিক রঙ বদলে কালচে হতে পারে। বিষয়টি নিয়ে অনেকেই তেমন ভাবেন না। কিন্তু শুধু যতেœর অভাবেই এমনটা হয় তেমন কিন্তু নয় এর পিছনে লুকিয়ে থাকতে পারে বড় বিপদ। বিভিন্ন রোগের প্রকোপে ঠোঁটের রঙ বদলে কালচে হয়ে যেতে পারে। চলুন জেনে নেই:
ক্যানসার
ঠোঁটের কালো দাগ হতে পারে ক্যানসারের লক্ষণ। পরবর্তীতে যদি এই দাগ বেড়ে যায় এবং সেখানে রক্তপাত হয়ে ক্ষত তৈরি হতে থাকে তাহলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেননা এটি মেলানোমা নামক এক ধরণের ক্যানসারের লক্ষণ।
অ্যাডিসনস ডিজিজ
অ্যাডিসনস ডিজিজের প্রভাবে হাইপার পিগমেন্টেশন ঘটে যার ফলে ঠোঁটের রঙ কালো হতে পারে। এ রোগের প্রভাবে শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসোল এবং অ্যালডোস্টেরন হরমোনের ক্ষরণ কমে যায়। ফলশ্রুতিতে দেহের বিভিন্ন অংশ কালো হয়ে যেতে পারে।
সায়ানোসিস
ঠোঁটের রঙ বদলে নীলচে হয়ে এলে সেইসাথে শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটি হতে পারে সায়ানোসিসের লক্ষণ। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে সায়ানোসিসের সমস্যা দেখা দেয়