• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধান্ত নেওয়ার আগেই থেমে গেল লামিয়ার জীবন’- মায়ের আহাজারি/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে রাস্তা ও এপ্রোচ সড়ক নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্বোধন করলেন বিএনপি নেতা আবদুল হালিম/দৈনিক ক্রাইম বাংলা।। ফিলিস্তিনে মুসলামদের গণহত্যা প্রতিবাদে বোরহানউদ্দিনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট উদ্যাগে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। ভান্ডারিয়ার বিএনপি থেকে বহিষ্কৃত মাসুমের খুটির জোর কোথায়/দৈনিক ক্রাইম বাংলা।। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা ২৭২২ ফুট উচ্চতা থেকে লাফ দিলেন ফ্লোরেন্স পিউ!,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাশ্মীরে জঙ্গি হামলা: সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ, আতঙ্কে কাশ্মীর,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা আরাকান আর্মির ভিডিও যে হারে এসেছে সেটি সঠিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলল ৭টি হল,,,,,দৈনিক ক্রাইম বাংলা মার্কিন সহায়তা হ্রাসে জটিল হচ্ছে রোহিঙ্গা সংকট: প্রধান উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা


দক্ষ শ্রমশক্তি বাড়াতে দেশে নির্মাণ করা হচ্ছে আরো ১শ কারিগরি স্কুল ও কলেজ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৮৭ পঠিত
আপডেট: রবিবার, ২২ মে, ২০২২


দক্ষ শ্রমশক্তি বাড়াতে দেশে আরো ১শ কারিগরি স্কুল ও কলেজ স্থাপন করতে যাচ্ছে সরকার। মূলত দেশ-বিদেশে শ্রমবাজারে চাকরির সুযোগ বাড়াতে যুব সমাজকে দক্ষ করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই লক্ষ্যে দেশের ১০০টি উপজেলায় বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণে অবকাঠামোও স্থাপন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ উদ্যোগ নিয়েছে। সেজন্য শিক্ষা মন্ত্রণালয় ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ শীর্ষক প্রকল্প নিয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে,  ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ শীর্ষক প্রকল্পটি একাধিকবার সংশোধনের প্রস্তাব করা হয়েছে। ওসব সংশোধনীতে ব্যয়ও বেড়েছে। ২০১৪ সালে ৯২৪ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নেয়া প্রকল্পটি বাস্তবায়নে সর্বশেষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর মেয়াদ ধার্য করে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫২০ কোটি ৩৯ লাখ টাকা। তার মধ্যে ২০১৮ এবং ২০২১ সালে প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ ও ব্যয় বাড়ানোর প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ ১০ মে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সংশোধিত প্রস্তাবের অনুমোদন দেয়। প্রকল্পটি চলতি ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) চলমান প্রকল্প তালিকায় ৪৮৮ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দসহ অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র জানায়, সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণের পরিবেশ উন্নত হবে। পাশাপাশি আরো বেশি ছাত্র-ছাত্রী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে এবং প্রশিক্ষিত মানবসম্পদের উন্নয়ন ঘটবে। যা সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য ও লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রকল্পের আওতায় নির্দিষ্ট উপজেলাগুলোয় ১৬২ দশমিক ১২ একর জমি অধিগ্রহণ করা হবে এবং ওসব জমির উন্নয়ন করা হবে। কেনা হবে প্রকৌশল সরঞ্জাম ও আসবাবপত্র। ৬ দশমিক ৮৫ লাখ বর্গমিটার অ্যাকাডেমিক কাম প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ ভবন ও সার্ভিস সেন্টার নির্মাণ করা হবে। তাছাড়া ওসব প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে ৪৯ হাজার ৬৫০ রানিং মিটার সীমানা প্রাচীর করা হবে, ১৯ হাজার ১৫০ রানিং মিটার অভ্যন্তরীণ রাস্তা ও ১০০টি স্কুল কলেজের জন্য ১০০টি জলাধারসহ পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ করা হবে।
সূত্র আরো জানায়, ভূমি অধিগ্রহণে বিলম্ব, অনাবাসিক ভবন, ভূমি অধিগ্রহণ, প্রকৌশল ও অন্যান্য সরঞ্জাম, সেমিনার কনফারেন্স, আউটসোর্সিংসহ কতিপয় খাতে ব্যয় বৃদ্ধি, যানবাহন ক্রয়, পরামর্শক ব্যয়, কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ, বইপত্র-সাময়িকী ইত্যাদি খাতে ব্যয় কমানো এবং প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ ৩ বছর বাড়ানোর জন্যই প্রকল্পটি সংশোধনের প্রস্তাব করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ