• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। মাদ্রাসায় না এসে ও নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন প্রভাষক মাওঃ লোকমান।/দৈনিক ক্রাইম বাংলা।। মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিতা ও কেক কেটে রেইনবো এক্সক্লুসিভ (আরএফএল)-এ শো-রুম শুভ-উদ্ভোধন/দৈনিক ক্রাইম বাংলা।। রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায়” খবরটি গুজব, জানাল কারা অধিদপ্তর,,, নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি’ — ইসি সচিব আখতার আহমেদ,,, বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার” — কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভায় মানবতার সেবায় ঐক্যবদ্ধ গ্রাম চিকিৎসকরা,,,, দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,,, বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন,,,, শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস,,, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা যমুনায় যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ,,,

নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েও সাধারণ সম্পাদক পদে আবারো বহাল হতে চায় মতি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২১৬ পঠিত
আপডেট: রবিবার, ২২ মে, ২০২২

নিজস্ব প্রতিনিধিঃকরোনা সংকট নিয়ন্ত্রণে আসায় তৃণমূল গোছাতে ব্যস্ত সময় পার করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৃণমূল সম্মেলনকে কেন্দ্র করে দলীয় পদ বাগাতে তৎপর হয়ে উঠেছে বরগুনার আমতলী উপজেলার বিতর্কিতরা। বি এন পি থেকে এসে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরোধিতা করেছেন তারাই এখন পদ বাগাতে চান।

নৌকার বিরোধিতাকারী আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মতি ও তার ভাই মজিবর আছেন পদ বাগানোর দৌড়ে। নৌকার বিরোধিতাকারী এবং বিতর্কিতরা দলীয় পদ পাবেন না, দলের এমন সিদ্ধান্তের পরও অদৃশ্য ইশারায় পদ পাবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে ।

দ্বাদশ জাতীয় নির্বাচন ও দলের ২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমে ব্যাপক গুরুত্ব দিয়েছেন দলটির বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। তুলে আনছেন দলের দুর্দিনের ত্যাগী, পরীক্ষিত, পরিশ্রমী ও মেধাবীদের। মূলত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার টার্গেট দলটিতে।

যদিও দলটির শীর্ষ নেতারা বলছেন, রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রম হচ্ছে রুটিন ওয়ার্ক। রুটিন মাফিক যে কার্যক্রম, আওয়ামী লীগ সেই কার্যক্রমে জোর দিয়েছে।

নির্ভরযোগ্য সূত্র বলছে, তৃণমূল আওয়ামী লীগের চলমান সম্মেলনে স্থানীয় সাংসদেরই একচেটিয়া প্রভাব থাকছে। উপজেলার নৌকাবিরোধীরাই পাচ্ছেন শীর্ষ পদ, বরং নৌকা সমর্থকরা ঠাঁই পাচ্ছেন না দলে। মূলত সাংসদ যাকে চাচ্ছেন তিনিই নেতৃত্বে আসছেন। অনেক স্থানে বিতর্কিতর আসছেন মূল দায়িত্বে। যা নিয়ে আমতলীর তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হচ্ছে।

বরগুনার মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলার সম্মেলনের উদ্যোগ নেয়া হয়েছে। কিছুদিনের মধ্যে আমতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সব সম্মেলনকে কেন্দ্র করে পদ বাগাতে মরিয়া হয়েছে উঠেছেন নৌকার বিরোধিতাকারীরাসহ বিতর্কিতরা।

বর্তমান সাধারণ সম্পাদক মতিয়ার রহমান । যিনি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরোধ ছিলেন। আবারও উপজেলায় সাধারণ সম্পাদক হতে জোর তৎপরতা চালাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ