• সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমতলীতে জামাতে ইসলামী আমতলী উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ঝালকাঠিতে হালিমা সাইজুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁয় ড্যাবের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ই,এম, এস ইন্টারন্যাশনাল, এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক বিজিবি সদস্য দলিলউদ্দিন দুলালের প্রতারণার শেষ কোথায়/দৈনিক ক্রাইম বাংলা।। সভাপতি এম জাফরান হারুন ও সম্পাদক শফিকুল কে নির্বাচিত করে “বাউফল সাংবাদিক ক্লাব” এর কমিটি ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। স্থানীয় নির্বাচন আগে মানে স্বৈরাচারের সমর্থকদের সুযোগ করে দেয়া: তারেক,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৩ জনের জেল,,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচন কখন হবে, তার নিশ্চয়তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ,,,,দৈনিক ক্রাইম বাংলা


নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েও সাধারণ সম্পাদক পদে আবারো বহাল হতে চায় মতি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৬৪ পঠিত
আপডেট: রবিবার, ২২ মে, ২০২২


নিজস্ব প্রতিনিধিঃকরোনা সংকট নিয়ন্ত্রণে আসায় তৃণমূল গোছাতে ব্যস্ত সময় পার করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৃণমূল সম্মেলনকে কেন্দ্র করে দলীয় পদ বাগাতে তৎপর হয়ে উঠেছে বরগুনার আমতলী উপজেলার বিতর্কিতরা। বি এন পি থেকে এসে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরোধিতা করেছেন তারাই এখন পদ বাগাতে চান।

নৌকার বিরোধিতাকারী আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মতি ও তার ভাই মজিবর আছেন পদ বাগানোর দৌড়ে। নৌকার বিরোধিতাকারী এবং বিতর্কিতরা দলীয় পদ পাবেন না, দলের এমন সিদ্ধান্তের পরও অদৃশ্য ইশারায় পদ পাবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে ।

দ্বাদশ জাতীয় নির্বাচন ও দলের ২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমে ব্যাপক গুরুত্ব দিয়েছেন দলটির বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। তুলে আনছেন দলের দুর্দিনের ত্যাগী, পরীক্ষিত, পরিশ্রমী ও মেধাবীদের। মূলত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার টার্গেট দলটিতে।

যদিও দলটির শীর্ষ নেতারা বলছেন, রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রম হচ্ছে রুটিন ওয়ার্ক। রুটিন মাফিক যে কার্যক্রম, আওয়ামী লীগ সেই কার্যক্রমে জোর দিয়েছে।

নির্ভরযোগ্য সূত্র বলছে, তৃণমূল আওয়ামী লীগের চলমান সম্মেলনে স্থানীয় সাংসদেরই একচেটিয়া প্রভাব থাকছে। উপজেলার নৌকাবিরোধীরাই পাচ্ছেন শীর্ষ পদ, বরং নৌকা সমর্থকরা ঠাঁই পাচ্ছেন না দলে। মূলত সাংসদ যাকে চাচ্ছেন তিনিই নেতৃত্বে আসছেন। অনেক স্থানে বিতর্কিতর আসছেন মূল দায়িত্বে। যা নিয়ে আমতলীর তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হচ্ছে।

বরগুনার মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলার সম্মেলনের উদ্যোগ নেয়া হয়েছে। কিছুদিনের মধ্যে আমতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সব সম্মেলনকে কেন্দ্র করে পদ বাগাতে মরিয়া হয়েছে উঠেছেন নৌকার বিরোধিতাকারীরাসহ বিতর্কিতরা।

বর্তমান সাধারণ সম্পাদক মতিয়ার রহমান । যিনি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরোধ ছিলেন। আবারও উপজেলায় সাধারণ সম্পাদক হতে জোর তৎপরতা চালাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page