• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য রেখেই নির্বাচন প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা দিচ্ছে তথ্য মন্ত্রণালয়,,,,,দৈনিক ক্রাইম বাংলা রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার,,,,,দৈনিক ক্রাইম বাংলা স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বার্তা প্রবাহ পত্রিকা সন্মাননা স্মারক গ্রহণ করেন সাংবাদিক মামুনুর রশীদ নোমানী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। মহিপুরে দুই শিক্ষার্থী বহিস্কার/দৈনিক ক্রাইম বাংলা।। আরাফাত জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় একাধিক নারীর মৃত্যু,অর্থের বিমিময়ে ধামাচাপা অভিযোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় ৬ হাজার কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ আর্থিক সহায়তা বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।


বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুনীল মাষ্টারের স্কুল তথা বাউফল ইউনিয়ন চ্যাম্পিয়ন./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৫৬ পঠিত
আপডেট: শনিবার, ৩০ জুলাই, ২০২২


এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে ১২ নং বাউফল ইউনিয়ন তথা সুনীল মাষ্টারের স্কুল ১৫৯নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই ) বিকেল ৪টার দিকে বাউফল শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে (পাবলিক মাঠ) বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় বাউফল উপজেলার বাউফল ইউনিয়ন তথা ১৫৯নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কনকদিয়া ইউনিয়ন তথা আয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র প্লেয়ারদের অংশগ্রহণে এ ফুটবল ফাইনাল খেলা হয়। এসময় বাউফল ইউনিয়ন তথা সুনীল মাষ্টারের স্কুল ১৫৯নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫টি গোলের মাধ্যমে আয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফহুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব আসম ফিরোজ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা পরিষদের সম্মানিত ভাইস-চেয়ারম্যান মোশাররফ হোসেন খান ও মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু।

এবিষয়ে ১৫৯নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টিম ম্যানেজার বাবু সুনীল চন্দ্র শীল বলেন, ১২নং বাউফল ইউনিয়ন তথা ১৫৯নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার পেছনে প্রধান কোচ ওবায়দুল হক কাওসার ভাই ও সহকারি কোচ সাংবাদিক শেখ এম জাফরান হারুন ভাই কঠোর পরিশ্রমের মাধ্যমে ছাত্র প্লেয়ারদের যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন তা তাদেরই সাফল্য অবদান। আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এখন পটুয়াখালী জেলার সাথে আমাদের টিম খেলবে। এর আগেও তাদেরই প্রচেষ্টায় পটুয়াখালী জেলায় চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায় রানার আপ হয়েছি। এবার আশাবাদী ঢাকা পর্যন্ত খেলতে পারব।

এটিমের প্রধান টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন স্থানীয় চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি বিকাশ মোল্লা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ