এম.জাফরান হারুন, পটুয়াখালী:: আলেচনা সভায় সাবেক চীফ হুইপ আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে কিছু বিপদগামী সেনারা ৭৫’র ১৫আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তারা চেয়ে ছিল বঙ্গবন্ধুর নাম এ দেশ থেকে মুছে ফেলবে কিন্তু রাখে আল্লাহ মারে কে? সেদিন ভাগ্যক্রমে শেখ হাসিনা ও শেখ রেহেনা বেঁচে যান। আজ বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনার হাতে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।
সোমবার (১৫ই আগষ্ট ) সকাল ৮টার দিকে প্রথমে বাউফল উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমিন, সহকারি কমিশনার (ভূমি) মো. বায়জেদুর রহমানের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর আগে দিনের প্রথম প্রহরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬টার দিকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন শেষে সকাল সাড়ে ৮টার সময় দলীয় কার্যালয় জনতা ভবনে আ.স.ম ফিরোজ এমপির সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফারুক, উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় তিন হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।