• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধান্ত নেওয়ার আগেই থেমে গেল লামিয়ার জীবন’- মায়ের আহাজারি/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে রাস্তা ও এপ্রোচ সড়ক নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্বোধন করলেন বিএনপি নেতা আবদুল হালিম/দৈনিক ক্রাইম বাংলা।। ফিলিস্তিনে মুসলামদের গণহত্যা প্রতিবাদে বোরহানউদ্দিনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট উদ্যাগে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। ভান্ডারিয়ার বিএনপি থেকে বহিষ্কৃত মাসুমের খুটির জোর কোথায়/দৈনিক ক্রাইম বাংলা।। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা ২৭২২ ফুট উচ্চতা থেকে লাফ দিলেন ফ্লোরেন্স পিউ!,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাশ্মীরে জঙ্গি হামলা: সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ, আতঙ্কে কাশ্মীর,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা আরাকান আর্মির ভিডিও যে হারে এসেছে সেটি সঠিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলল ৭টি হল,,,,,দৈনিক ক্রাইম বাংলা মার্কিন সহায়তা হ্রাসে জটিল হচ্ছে রোহিঙ্গা সংকট: প্রধান উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা


কিশোরগঞ্জে ১৫২৩টি কেন্দ্রে শিক্ষার আলো ছড়াচ্ছে শিশু ও গণশিক্ষা কার্যক্রম/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২২৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২


কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলায় ১৫২৩টি কেন্দ্রে শিক্ষার আলো ছড়াচ্ছে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় চালু রয়েছে প্রাক-প্রাথমিক শিক্ষা, কোরআন শিক্ষা এবং বয়স্কদের সহজ কোরআন শিক্ষা কর্মসূচি। জেলায় ১৫২৩টি কেন্দ্রে ৪৯ হাজার ৮শত ৮৫ জন শিক্ষার্থী পাঠদান করছে। প্রকল্পের ৫ বছর মেয়াদে প্রায় আড়াই লাখ শিক্ষার্থীকে পাঠদান করানোর সুযোগ পাচ্ছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলিতে ধর্মীয় শিক্ষক না থাকায় এ প্রকল্পের শিক্ষার্থীরা প্রাক প্রাথমিক কেন্দ্রে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারন শিক্ষায় শিক্ষিত হওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় প্রাক প্রাথমিক বিদ্যালয়ে ৪-৫ বছর বয়সী শিক্ষার্থীদের প্রাক-প্রাথমিক শিক্ষাদান করা হয়।এ শিক্ষা প্রকল্পের আওতায় চলতি বছরে জেলায় ৬৬০টি কেন্দ্র চালু রয়েছে।এসব কেন্দ্রে ৩০ জন করে মোট ১৯৮০০ শিক্ষার্থীদের জাতীয় শিক্ষানীতি ২০১০ এর মৌলিক চেতনা নিয়ে লেখা ‘আমার প্রথম পড়া’ এবং ‘কায়দা ও দীনি শিক্ষা’ নামক দুটি বই পড়ানো হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৪ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য সহজ কোরআন শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। কোরআন শিক্ষা কর্মসূচির আওতায় জেলায় ৮৫১ কেন্দ্রে ৩৫জন করে ২৯৭৮৫ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। ১৫ থেকে ৩৫ বছর বয়সীদের জন্য জেলায় ২৫জন করে ১২টি কেন্দ্রে ৩০০ জন শিক্ষার্থীদেরকে বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু রয়েছে।বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রমের আওতায় কিশোরগঞ্জ জেলা কারাগারের কয়েদীদের কোরআন শিক্ষা দেয়া হয়ে থাকে।এছাড়া সরকারি শিশু পরিবারে ও পুলিশ লাইনস জামে মসজিদে কোরআন শিক্ষা কার্যক্রম এবং জেলার দুর্গম হাওর অঞ্চলে মসজিদভিত্তিক কেন্দ্রে প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু রয়েছে।প্রতিটি কেন্দ্রের জন্য একজন শিক্ষক নিয়োজিত আছেন।প্রত্যেক কেন্দ্রের শিক্ষক মাসিক সম্মানী ভাতা হিসেবে ৫হাজার টাকা পান।দুই ঈদে মাসিক বেতনের সমপরিমাণ দুটি বোনাস পান।এছাড়া জেলার প্রতিটি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত সাধারণ রিসোর্স সেন্টার ও মডেল রিসোর্স সেন্টার রয়েছে। এসব কেন্দ্র পরিদর্শন ও পরিচালনায় তদারকি করেন প্রতি উপজেলার সুপারভাইজার ও কেয়ারটেকারগণ। প্রতি কেন্দ্রে মান সম্মত পাঠদানের জন্য মাসিক সমন্বয়সভা ও শিক্ষকদের থেকে বাছাই করে মডেল শিক্ষকদের দিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে। শিক্ষকদেরকে যুগোযোগী হিসেবে গড়ে তোলতে একজন মাস্টার ট্্েরইনার দিয়ে প্রতি মাসে সাব ক্লাস্টার অনুষ্ঠিত হয়ে থাকে।
সদর উপজেলা জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক মাও.আ.মতিন বলেন, ইসলামিক ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিশুরা জীবনের প্রথম শিক্ষাটাই পেয়ে থাকে। গোয়ালাপাড়া জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক মোঃ আমিনুল হক বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছে শিশুরা। এ শিক্ষা প্রকল্পটি রাজস্বখাতে স্তানান্তরিত করার দাবী জানাই।
ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ সদর উপজেলার সুপারভাইজার মাও.একেএম মোস্তফা কামাল জানান, ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ দেশের শিক্ষা সম্প্রসারনের ক্ষেত্রে যুগোপযোগী ভূমিকা পালন করে আসছে। এ প্রকল্পে মসজিদের ইমামগণ মসজিদ কেন্দ্রে শিশু ও বয়স্ক শিক্ষার্থীদেরকে বাংলা, অংক, ইংরজী,আরবী,নৈতিকতা ও মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দান করছেন। সুবিধা বঞ্চিত স্থানে এ প্রকল্পের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পন্নকারীদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্র্তির হার বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হচ্ছে। পাশাপাশি ধর্মীয় মুল্যবোধ জাগ্রত হচ্ছে এবং নৈতিক শিক্ষায় অনন্য ভূমিকা পালন করছে।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মাও.এনাম বিন ফজলুল হক বলেন, জেলায় প্রায় ৭ হাজার মসজিদ রয়েছে। এরমধ্যে ইসলামিক ফাউন্ডেশনের ১৫২৩টি কেন্দ্র চালু রয়েছে। জেলার ২২ ভাগ মসজিদে কেন্দ্র চালু রয়েছে। এখনো গণশিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে ৭৮ ভাগ মসজিদ। চাহিদানুযায়ী গণশিক্ষা কার্যক্রম আরও বাড়ানো দরকার। একটি মসজিদ একটি মক্তব রুপে প্রকল্প নেওয়া হলে শতভাগ মসজিদে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সহজ হতো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ