এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফল উপজেলায় নিজ বসত ঘর থেকে দেড় কেজি গাঁজা সহ মাদক কারবারি আব্দুস সালাম থানা পুলিশের হাতে আটক হয়েছে।
শনিবার (২৪শে ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে বাউফল থানার ওসি আল মামুন এর নির্দেশে এসআই ফিরোজ আল মামুন, এসআই প্রসেনজিৎ, এএসআই আবুয়াল ও এএসআই আল আমিন এবং তাদের সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে রাত ২:১০ মিনিটের সময় বাউফল পৌরশহরের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ আব্দুস সালাম (২৮) কে দেড় কেজি গাঁজা সহ আটক করা হয়।
থানা পুলিশ জানান, মাদক কারবারি আব্দুস সালাম এর নিজ বসত ঘরের দক্ষিণ পাশের কক্ষ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং একই ঘরের মাচার উপর থেকে ১০০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এবিষয়ে বাউফল থানার ওসি আল মামুন প্রতিবেদককে বলেন, মাদক কারবারি আব্দুস সালাম এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
You cannot copy content of this page