• শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,,,, নয়াদিল্লিতে ড. খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক,, বিএনপির প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির,,,, পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, আহত এএসআই নুর ইসলাম,,, রামপুরায় টিভি ভবনের সামনে পার্কিং করা বাসে আগুন, পুলিশের ধারণা ‘পরিকল্পিত’,,,,, শিংলা বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,,

নোয়াখালীতে হসপিটালের ব্যবসা নামে চলছে প্রতারণা,অভিযোগ করেও মিলছেনা প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী জেলা শহরের প্রানকেন্দ্র হসপিটাল রোড়ে হসপিটাল ব্যবসার নামে প্রতারণা করে আসছে মোঃতাজুল ইসলাম (৪৮) পিতা মৃত মজিবল হক।চটকদার কথা আর লোভনীয় অপার দিয়ে শেয়ারের কথা বলে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা।টাকা গ্রহণ শেষ হলে পাল্টে যার তার রুপ।রিস্কা চালকের সন্তান হয়েও বর্তমানে কোটি টাকার মালিক। দালিলিক প্রমানে প্রতিষ্ঠানের মালিক না হয়েও কখনো ব্যবস্থাপনা পরিচালক আবার কখনো প্রধান উপদেষ্টা পরিচয়ে হাতিয়েছে কোটি টাকা। তাহার প্রতারণা বুঝতে পেরে একজন শেয়ার হোল্ডার প্রথমে শেয়ার উত্তলনের আবেদন করেন এবং পরে উকিল নোটিশ প্রেরণ করেন। উক্ত শেয়ার হোল্ডারের উকিল নোটিশের খবর জানতে পেরে প্রতারক তাজুল ইসলাম হসপিটাল রোড়ে অবস্থিত পূবালী ব্যাংক(একাউন্ট -৬২২২৮) থেকে তার নাম প্রত্যাহার করে নেন।অভিযোগকারী গত ০৬/১০/২২ ইং তারিখ নোয়াখালী সিভিল সার্জন অফিসে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন মোঃমাসুম ইফতেখার ১৭/১০/২২ইং তারিখ অভিযোগকারীর শেয়ারের টাকা তিন কর্মদিবসে পরিশোধের আদেশ প্রদান করেন এবং সকল মালিক গনের তালিকা নোটারী পাবলিক করে তাহার দপ্তরে দাখিল করতে নির্দেশ প্রদান করেন। উক্ত প্রতারক ঐ দিন তাহার অনুসারী মোঃদিদারুল ইসলাম কে দিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমডি সহ উল্লেখযোগ্য ব্যক্তিদের কাউকে না জানিয়ে অগ্রহণযোগ্য ও আপত্তিকর নোটারি করে মালিকগনের তালিকা তৈরি করে সিভিল সার্জন মহোদয়ের সাথেও প্রতারণা করেন। সিভিল সার্জন অফিস তদন্ত করে উক্ত শেয়ার হোল্ডারদে তালিকায় অসন্তোষ প্রকাশ করেন এবং ২৭/১০/২২ ইং তারিখ পুনরায় স্মারক প্রেরন করেন এবং পাঁচ কর্ম দিবসে শেয়ার ও লভ্যাংশের টাকা পরিশোধ করার জোর তাগিদ দেন এবং অন্যথায় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন।রাষ্টীয় আদেশ অমান্য করে উক্ত বিষয়ের কোন সমাধান না হওয়ায় অভিযোগকারী বিষ্ময় প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।উল্যেখ্য অভিযোগকারী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনে প্রশিক্ষণ প্রাপ্ত একজন উদ্যোক্তা (রেজি নং ৭৫৫১৯৬)।অনুসন্ধানে জানাযায় এই প্রতারক এর আগেও হসপিটাল রোড়ে আরো দুইটা হসপিটাল করেন যার নাম ছিল এশিয়া ট্রমা ও ইসলামি হসপিটাল। উক্ত হসপিটাল দুটো অনিয়ম ও প্রতারণার কারনে সিভিল সার্জন অফিস স্থায়ীভাবে সিলগালা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ