• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা আসন্ন দুর্গাপূজা সামনে রেখে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,দৈনিক ক্রাইম বাংলা শুভ মহালয়া রোববার, ছুটি নিয়ে যা জানা গেল,,,,,,দৈনিক ক্রাইম বাংলা পৃথক হলো দেওয়ানি ও ফৌজদারি আদালত, বাড়বে মামলার গতি,,,,,দৈনিক ক্রাইম বাংলা আলোচনা চলাকালীন ইসলামী দলগুলোর কর্মসূচি ‘অহেতুক চাপ’: ফখরুল,,,,,দৈনিক ক্রাইম বাংলা আতঙ্কে নারায়ণগঞ্জ: নিরাপত্তাহীনতার নগরীতে রূপান্তর,,,,,দৈনিক ক্রাইম বাংলা চলে গেলেন বরেণ্য অভিনেতা রবার্ট রেডফোর্ড,,,,,দৈনিক ক্রাইম বাংলা

আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর ‘রাতে ভোট’ কল রেকর্ড ভাইরাল,পটুয়াখালীতে নিন্দার ঝড়/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৪৬ পঠিত
আপডেট: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী।।

সাবেক এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী  ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদারের একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ইউনিয়ন এক ছাত্রলীগ নেতার সঙ্গে কথোপোকথনের ওই অডিওতে মাহবুব তালুকদারকে বলতে শোনা গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে ভোট অনুষ্ঠিত হয়েছে। মূলত পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী) আসনের এই সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিবকে উদ্দেশ করে এ মন্তব্য করেন।

ওই রেকর্ডের মধ্যে মাহবুবুর রহমান তালুকদারকে বলতে শোনা যায়, বর্তমান এমপি মহিব রাতের ভোটে এমপি হয়েছেন। তাকে শেখ হাসিনা মনোনয়ন দেননি।
এ সময় ছাত্রলীগ নেতা রুমান হাসনাতকে হুমকি দিয়ে তিনি বলেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। মহিবকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দাও, আবার আওয়ামী লীগ করতে চাও। তুই কেমনে ছাত্রলীগ বা আওয়ামী লীগ করিস, আমি দেখে নেব।

আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার বাবাও সভাপতি ছিল। এ সময় তিনি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মহিবকে নিয়ে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এ ব্যাপারে ডাবলুগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ভুক্তভোগী রুমান হাসনাত বলেন, আমি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মহিবের ছবি দিয়ে ফেসবুকে মানবতার ফেরিওয়ালা লিখে স্ট্যাটাস দিয়েছি। এটা দেখে মাহবুবুর রহমান তালুকদার আমাকে ফোন দিয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয় এবং বর্তমান সংসদ সদস্যকে নিয়ে বাজে মন্তব্য করেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি।

এব্যাপারে সাবেক সংসদ সদস্য, পানিসম্পদ প্রতিমন্ত্রী  ও উপজেলা আওয়ামীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদারের মুঠো ফোন 01712718541নাম্বারে একাধিকবার সংযোগের চেষ্টা করলেও সে ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কলাপাড়া উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার বলেন, আওয়ামী লীগের তাকাইয়া এমপি মন্ত্রী হইয়া দলের বিরুদ্ধে কথাবার্তা বলছে সে। শেখ হাসিনার নেতৃত্ব মানে না আমি তার বিরুদ্ধে জেলায় বিভাগে ও কেন্দ্রে অভিযোগ দিয়েছি দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে আশা করি। তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ