• সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আজিম উদ্দিন স্কুলে ৮৩ ব্যাচের বৃক্ষরোপন,,,,দৈনিক ক্রাইম বাংলা ফেব্রুয়ারিতে নির্বাচন—তা ইসিকে প্রধান উপদেষ্টা জানানো উচিত: সালাউদ্দিন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা,,,দৈনিক ক্রাইম বাংলা বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার,,,, দৈনিক ক্রাইম বাংলা পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি,,,দৈনিক ক্রাইম বাংলা বাউফলে ৩৫ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শেষে শপথ বাক্য পাঠ করালেন ইউএনও/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ সেই ইমরান’র মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। মাইলস্টোন ট্রাজেডি নিহত মাসুমা চিরনিদ্রায় শায়িত/দৈনিক ক্রাইম বাংলা।। সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র মাসিক সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির মহাপরিচালক মুহাম্মদ রাজ পেলেন ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড- ২০২৫ সম্মাননা/দৈনিক ক্রাইম বাংলা।।


বাংলা চলচ্চিত্রের নায়ক মান্নার জন্মদিন আজ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৪৪ পঠিত
আপডেট: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩


বাংলা চলচ্চিত্রের সফল নায়ক, শক্তিমান অভিনেতা প্রয়াত মান্নার জন্মদিন আজ। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত এ অভিনেতা এখনো ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। আজ পহেলা বৈশাখ এই শক্তিমান নায়কের জন্মদিন। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতির কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলি’। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমাতে প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন তিনি। সিনেমাটি ব্যবসাসফল হওয়ায় তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সালমান শাহর মৃত্যুর পর ঢাকাই সিনেমার হাল একাই ধরেছিলেন এই তারকা।
এরপর কাজী হায়াত পরিচালিত ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ সিনেমার মাধ্যমে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায়। একে একে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘অন্ধ প্রেম’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘প্রেম দিওয়ানা’, ‘ডিস্কো ড্যান্সার’, কাজী হায়াত পরিচালিত ‘দেশদ্রোহী’ সিনেমাগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে মান্নার অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করে। ১৯৯৯ সালে ‘কে আমার বাবা’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’র মতো সুপারহিট সিনেমায় কাজ করেন মান্না।

প্রযোজক হিসেবেও মান্না বেশ সফল ছিলেন। তার প্রতিষ্ঠান থেকে যতগুলো সিনেমা প্রযোজনা করেছেন, প্রতিটি সিনেমা ব্যবসাসফল হয়েছিল। সিনেমাগুলোর মধ্যে রয়েছে লুটতরাজ, লাল বাদশা, আব্বাজান, স্বামী-স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই ও পিতা-মাতার আমানত।
২০০৮ সালে ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মান্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ