নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ইসি সচিব বলেন, “আমরা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। তবে শতভাগ পরিকল্পনা বাস্তবায়ন করা সব সময় সম্ভব নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু জায়গায় সমন্বয় করতে হয়। কিছু বিষয় আমরা আগেই শেষ করেছি, কিছু বিষয় এখনো প্রক্রিয়াধীন, আর কিছু বিষয়ে একটু অপেক্ষা করতে হবে। সবকিছুই সময় মেপে করা সম্ভব নয়। তবুও এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে আতঙ্কিত বা দুশ্চিন্তা করতে হয়।”
তিনি আরও বলেন, “ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনসহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে।”
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে আখতার আহমেদ জানান, “মাঠপর্যায় থেকে দল নিবন্ধনের তথ্য এসেছে, তা পর্যালোচনা চলছে। ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে।”
নির্বাচন প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, “আমরা যেভাবে এগোচ্ছি তা পরিকল্পনা অনুযায়ীই। পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু জায়গায় এডজাস্টমেন্ট করতে হচ্ছে। এটি স্বাভাবিক প্রক্রিয়া। এখন পর্যন্ত আমি কোনো আতঙ্কজনক বা দুশ্চিন্তাজনক পরিস্থিতি দেখছি না।”
এদিকে, আরপিও (Representation of the People Order) সংশোধন বিষয়ে বিএনপির আপত্তির চিঠি প্রসঙ্গে তিনি বলেন, “আরপিও নিয়ে বিএনপি থেকে চিঠি এসেছে। এ বিষয়ে নির্বাচন কমিশন যথাসময়ে সিদ্ধান্ত নেবে।”