• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায়” খবরটি গুজব, জানাল কারা অধিদপ্তর,,, নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি’ — ইসি সচিব আখতার আহমেদ,,, বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার” — কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভায় মানবতার সেবায় ঐক্যবদ্ধ গ্রাম চিকিৎসকরা,,,, দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,,, বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন,,,, শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস,,, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা যমুনায় যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ,,, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,, কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত,,, নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,,,

রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায়” খবরটি গুজব, জানাল কারা অধিদপ্তর,,,

রিপোর্টার: / ৮ পঠিত
আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায়” খবরটি গুজব, জানাল কারা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল কানাডায় গেছেন— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব বলে জানিয়েছে বাংলাদেশ কারা অধিদপ্তর

রোববার (২৬ অক্টোবর) এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তর জানায়, “রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল সংক্রান্ত গুজবটি সম্পূর্ণ মিথ্যা। তিনি বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।”

কর্তৃপক্ষ জনগণকে ভিত্তিহীন গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এসব পোস্টের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।”
এর আগে শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়, টরন্টোর স্কারবোরো এলাকায় একজন সামরিক কর্মকর্তা নাকি রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে দেখেছেন।

কারা অধিদপ্তর বিষয়টি গুজব ছড়ানোর অপচেষ্টা হিসেবে উল্লেখ করে জানায়, এ ধরনের ভুয়া তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিভ্রান্ত করতে পারে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

২০২৩ সালের ২০ আগস্ট বনানী এলাকা থেকে রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে আটক করে পুলিশ। এর আগে ৭ আগস্ট তাকে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে বদলি করা হয়েছিল।
এর পর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

রিয়ার অ্যাডমিরাল (অব.) সোহায়েল ২০২৩ সালের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (২০২২ সালের ফেব্রুয়ারি–২০২৩ সালের এপ্রিল) হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ছিলেন।

র‌্যাবে দায়িত্বকালীন সময়ে তার বিরুদ্ধে গুম, হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ ওঠে, যা পরবর্তীকালে দেশ-বিদেশে আলোচিত হয়।
নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর থেকেই তাকে ঘিরে নানা বিতর্ক ও আলোচনা চলছিল।


কারা অধিদপ্তর পুনরায় জনগণকে সতর্ক করে বলেছে, “সত্যতা যাচাই ছাড়া কোনো খবর বিশ্বাস বা প্রচার না করতে অনুরোধ করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ