• শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

কলাপাড়ায় পুলিশ সদস্যের উপর হামলা/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ১৪৭ পঠিত
আপডেট: রবিবার, ৪ জুন, ২০২৩

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সাইয়েদ উদ্দিন সুপার মার্কেটে পায়ের মোজা ক্রয় নিয়ে দামাদামি করার অপরাধে  প্রথমে হাতাহাতি পরবর্তীতে এক পুলিশ কনস্টেবলকে  মারধর করে রক্তাক্ত জখম করেছে দোকান মালিক ও পার্শ্ববর্তী দোকানের কর্মচারীরা।

শনিবার রাত সাড়ে আটটার দিকে এ হামলার ঘটনায় আহত পুলিশ কনস্টেবল সোহেল রানাকে (২৫) রক্তাক্ত জখম অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই পালিয়ে গেছে তাসিন ফ্যাশন হাউসের মালিক জহির ও পার্শ্ববর্তী দোকানের কর্মচারীরা।

আহত পুলিশ কনস্টেবল সোহেল রানা জানান, এক সহকর্মীকে নিয়ে ওই দোকানে মোজা কিনতে যান। কিন্তু দোকানদার অতিরিক্ত মূল্য চাওয়ায় সে কিছুটা কম রাখতে বলেন। এ কারণে দোকানদার তার সাথে খারাপ আচরণ করে। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিক পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ীরা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু জহির সহ পার্শ্ববতী দোকানের ৩-৪ জন কর্মচারী অতর্কিত তার ওপর হামলা চালায়। ভারী কিছু দিয়ে আঘাত করায় তার কপাল ফেটে যায়। সারা শরীর পিটিয়ে জখম করে। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ও অন্য দোকানের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান,  পুলিশ কনস্টেবলের উপর হামলার ঘটনায় তারা ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। কনস্টেবল সোহেল রানা গুরুতর জখম হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন বর্তমানে। বিষয়টি ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে ঘটনার পরই  অভিযুক্ত জহির ও তার সহযোগীরা পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ