• বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিংলা বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনার অনুমোদন: অর্থ উপদেষ্টা,,, রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যা: ডিএমপি,,, দণ্ডিতদের বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেবে সরকার,,, মান্দা ফেরিঘাটে ধানের শীষের গণমিছিল–ডা. ইকরামুল বারী টিপুর প্রতি আস্থা জানাল স্থানীয় জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ,,,

ভোলার লালমোহনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটে আহত ৩জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন, লালমোহন,ভোলা। / ১৮২ পঠিত
আপডেট: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

দ্বীপ জেলা লালমোহনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটে উভয় পক্ষে ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকার হাট বাজারে এ ঘটনা ঘটে। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। ১ জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশকার হাট বাজারের কীটনাশক ব্যবসায়ী মিজান একই বাজারের কাঁচামাল ব্যবসায়ী দেলোয়ারের কাছে টাকা পাওনা রয়েছেন। এ পাওনা টাকা চাইতে গেলে দেলোয়ারের দোকানে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি ও মারামারি লেগে যায়। এতে দেলোয়ারের হাতে থাকা ছুরির আঘাতে মিজান ও তার শ্বশুর আবুল কালাম হাওলাদার রক্তাক্ত কাটা জখম হয়েছে। এসময় দেলোয়ারও জখম হয়েছে বলে জানা যায়।
মিজান জানান, আমি দেলোয়ারের কাছে বিশ হাজার টাকা পাওনা আছি প্রায় তিন/ চার বছর হয়েছে। সার ওষুধ বাকি নিছে। দিবো দিবো বলে ঘুরাঘুরি করে। বৃহস্পতিবার আমি উনার দোকানে টাকা চাইতে গেলে উনি বকাবকি করে। উনি, উনার ছেলে শাকিল, আলি আজগর, কালুসহ আরো কয়েকজন মিলে আমাকে ও আমার শ্বশুরকে বেদম মারপিট করে। কুপিয়ে জখম করে। আমরা লালমোহন হাসপাতালে ভর্তি আছি। থানায় মামলা দিয়েছি।
দেলোয়ারের মেয়ের জামাই বাচ্চু ও পার্শ্ববর্তী ব্যবসায়ী তাজল ইসলাম জানান, মিজান চার হাজার টাকা পাবে। দোকানে টাকা চাইতে আসে। তাতে পরে দিবো বললেই উত্তেজিত হয়ে মিজান, তার শ্বশুর আবুল কালাম ও আরো লোকজন মিলে হামলা করে। দোকানের ভেতরে মারপিট করে। তাতে দোকানের ১৪/১৫ হাজার টাকার কাঁচা মাল ক্ষতি হয়। তিনি রক্তাক্ত জখম হন। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
বাচ্চু আরো জানান, দোকানে থাকা বিশ হাজার টাকা মারামারির সময় এনারা নিয়ে গেছে। আমরা এ ঘটনার ন্যায় বিচার দাবি করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ