• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

ঘোড়াঘাটে বিকাশ কর্মকারের বিদ্যুৎ চালিত তৈরী ‘হ্যামার’ কমেছে হাড়ভাঙ্গা পরিশ্রম/দৈনিক ক্রাইম বাংলা। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ / ১৫৩ পঠিত
আপডেট: রবিবার, ৯ জুলাই, ২০২৩

প্রতি গ্রামের কামারশালা মানেই কর্মকারের হাতে থাকা হাতুরি দিয়ে উত্তপ্ত আগুনে পোড়ানো লোহা পেটানোর কর্কশ শব্দ, পোড়া গন্ধ এবং পোড়া লোহা থেকে বিচ্ছুরিত আগুনের স্ফুলিঙ্গ। এমন চিত্র গ্রামগঞ্জের কামারশালার নিত্যদিনের দৃশ্য।

তবে সর্বত্রই যখন আধুনিকতার ছোঁয়া। তখন পিছিয়ে নেয় এই কামারশালাও। কামারশালায় সাধারণত লোহার কারিগর বাতাস প্রবাহিত করার বিশেষ যন্ত্র ‘হাপর’ টেনে কয়লার আগুনকে উস্কে রাখে। কয়লার সেই আগুনে লোহাকে গরম করে পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। সে সবের মধ্যে উল্লেখযোগ্য দা, বটি, চাকু, ছুরি, কোদাল, কাস্তে ও দৈনন্দিন জীবনে ব্যবহারিত বিভিন্ন জিনিস পত্র।

তবে গ্রামীন জনপদের সেই কামারশালায় কয়লায় বাতাস প্রবাহে ‘হাপর’ টানার পরিবর্তে বিদ্যুতিক মোটরচালিত ফ্যানের সাহায্যে বাতাস প্রবাহ করা হচ্ছে। এছাড়াও আগুনে উত্তপ্ত করা লোহা দুজন কর্মকার মুখোমুখি বসে হাতুরি দিয়ে পিটিয়ে বিভিন্ন আকৃতির জিনিস তৈরি করলেও, বর্তমানে সেই একই কাজ করছে মোটর চালিত বিদ্যুতিক ‘হ্যামার’।

এমনই এক আধুনিক কামারশালা নজর কাড়ছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় আজাদ মোড়ে। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আ লিক মহাসড়কের ধার ঘেঁষে গড়ে তোলা এই আধুনিক কামারশালার মালিক কচু কর্মকার ও তার ছেলে বিকাশ কর্মকার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখে এই হ্যামার তৈরির উদ্যোগ নেন বিকাশ কর্মকার।

এতে কামারশালায় কাজ করা লোহার জিনিসপত্র তৈরির কারিগরদের হাড়ভাঙ্গা পরিশ্রম যেমন কমেছে, তেমনি বেড়েছে কাজের গতি। সব মিলিয়ে ¯^চ্ছলতা ফিরতে শুরু করেছে কর্মকারদের পরিবারে।

পুরোটি লোহা দ্বারা তৈরি করা এই ‘হ্যামার’ তৈরি করতে তাদের খরচ হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। এখন থেকে বছর দু’য়েক আগে ফেসবুকের একটি ভিডিওতে আধুনিক এই হ্যামারের কিছু অংশ দেখেছিলেন বিকাশ কর্মকার। তবে সেই ভিডিওতে পুরো হ্যামারের ছবি দেখানো হয়নি। সেই ভিডিও দেখার পর নিজেও একটি ‘হ্যামার’ তৈরির সিদ্ধান্ত নেন তিনি। ধীরে ধীরে তৈরি করায় এক বছর সময় লেগেছে এটি তৈরি করতে। এমনটাই দাবি বিকাশ কর্মকারের।

কামারশালায় একটি ‘দা’ তৈরি করে নিতে এসেছিলেন রশিকনগর গ্রামের তারেকুজ্জামান। তিনি বলেন, ‘বছরে দু’একবার কামারশালায় আসা লাগে বিভিন্ন জিনিস তৈরি ও চাকু ধার দিতে। তবে আজ প্রথম দেখলাম মেশিন দিয়ে লোহা পিটিয়ে দা, বটি ও চাকু তৈরি করা হচ্ছে। জিনিস গুলো তৈরি করতে সময়ও অনেক কম লাগছে।’

আধুনিক কামারশালার লোহার কারিগর বিকাশ কর্মকার বলেন, ‘আগে লোহা পিটাতে হাতুড়ি দিয়ে দীর্ঘ সময় পেটাতে হতো। এতে হাড় ভাঙ্গা পরিশ্রম হতো আমাদের। তবে এই বিদ্যুৎ চালিত হ্যামার তৈরির ফলে সেই পরিশ্রম একেবারেই কমে গেছে। পাশাপাশি কাজের গতিও অনেকটা বেড়েছে। আমার এই ছোট্ট দোকানে প্রতিদিন গড়ে দুই হাজার টাকার কেনাবেচা হয়।’

ফটো ক্যাপশন- নিজেদের তৈরি করা মোটরচালিত ‘হ্যামার’ দিতে আগুনে উত্তপ্ত লোহা দিয়ে চাকু তৈরি করছে বিকাশ কর্মকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ