নুরুল আমিন।।
পবিত্র হজ পালন শেষে ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন নিজ নির্বাচনী এলাকায় এসে জনতার ভালোবাসায় সিক্ত হলেন। ভোরের রোদে মিষ্টি মিষ্টি হাওয়ায় লঞ্চঘাটেই তাকে হাজার হাজার জনতা উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচছা জানায়।
রবিবার বিকেলে বিকেলে তিনি লঞ্চ যোগে ঢাকা থেকে রওনা হয়ে সোমবার (১০ জুন) লালমোহন এসে পৌঁছেন। রাতের শেষভাগ থেকেই প্রিয় নেতাকে বরণ করতে মোটরসাইকেল শোভাযাত্রা, অটোরিকশা ও পায়ে হেঁটে হাজার হাজার জনতা ঘাটে ভিড় জমাতে শুরু করে। লালমোহন-তজুমদ্দিন উপজেলার নিভৃত পল্লি জেগে ওঠে প্রিয় নেতার প্রতি ভালোবাসার মিছিলে। মিছিলে মিছিলে মুখরিত হয় দুই উপজেলা। মিছিল আর আনন্দ করতালিতে মুখরিত হয় লালমোহন লঞ্চঘাট।
দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকাল-১০.৩০ ঘটিকায় হাজি মোঃ নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে লালমোহন উপজেলায় কর্মরত আইসিটি শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন।দুপুর-১২.০০ ঘটিকায় লালমোহন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ত্রানের ঢেউটিন বিতরন। দুপুর-১.০০ ঘটিকায় হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে দোয়া মোনাজাত ও খাবার বিতরন।বিকাল-৪.০০ ঘটিকায় তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ ও লালমোহন মোল্লা জামে মসজিদে আসরবাদ দোয়া মোনাজাত অনুষ্ঠান।
লালমোহন-তজুমদ্দিনে এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, হজে থাকার কারণে দুটি কোরবানির ঈদ আমি আপনাদের সাথে উদযাপন করতে পারিনি। বাকি সকল ঈদে আপনাদের সাথে থেকে সুখদুঃখ ও আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। আমি হজ পালনের সময় আপনাদের জন্য দোয়া করেছি। আমার মা-বাবার জন্য দোয়া করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছি। সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। আপনারা আমাকে যে অভ্যর্থনা দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সেবা ও উন্নয়নে যাতে আমি আমাকে নিযুক্ত রাখতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সুনজরে আরো উন্নয়ন করতে চাই। আপনারা আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।