• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। কমলনগরে বাপ-বেটাসহ বৃদ্ধ কে আটকে মারধর/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের সম্পাদককে কুপিয়ে হত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় লামিয়া হত্যা ঘটনায় নিরীহদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটা সড়কে সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপন কর্মসূচি/দৈনিক ক্রাইম বাংলা।। ৩ বছরেও ঘোড়াঘাট হিলি স্থলবন্দর জাতীয় মহাসড়কের কাজ শেষ হয়নি ভোগান্তিতে মানুষ/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই মাদ্রাসার তালা ভাঙ্গার ভিডিও ভাইরাল, সার্বিক বিষয়ে তদন্ত সম্পন্ন, দ্রুত ব্যবস্থা/দৈনিক ক্রাইম বাংলা।। লোহালিয়া নদীতে পাওয়া রেজাউল বয়াতির লাশের রহস্য উদঘাটন, খুনি আটক/দৈনিক ক্রাইম বাংলা।। চাটখিলে নামাজরত মুসল্লিকে পিটিয়ে রক্তাক্ত করেছে আওয়ামীলীগ নেতা/দৈনিক ক্রাইম বাংলা।।

ভোলার লালমোহনে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ২২৩ পঠিত
আপডেট: রবিবার, ৩০ জুলাই, ২০২৩

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

স্থানীয় লেখকদের সৃজনশীল সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরতে লালমোহনে দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে। রবিবার (৩০ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেলার শুভ উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় বাংলা একাডেমির সমন্বয়ে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাহিত্য মেলর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনে সংস্কৃতি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সবার সম্মিলিত চেষ্টায় এদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে আছে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে তাদের রুখে দিতে হবে। এক ইঞ্চিও ছাড় দেওয়া যাবে না।
আলোচনা সভায় বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদার লিখিত বক্তব্য পাঠ করেন বিশেষ অতিথি ভোলা জেলা কালচারাল অফিসার তানবীর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভোলা আবৃত্তি সংসদের সভাপতি শামস-উল-আলম মিঠু, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানম।
মেলার দ্বিতীয় পর্বে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভায় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে লালমোহন উপজেলার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক, কবি ও সাহিত্যিক মো. নুরুল আমিন। প্রবন্ধের উপর আলোচনা করেন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের সহকারী সহকারী অধ্যাপক (ইংরেজি) বাশার ইবনে মমিন, সরকারি শাহবাজপুর কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) আকলিমা বেগম।
অনুষ্ঠানে সাহিত্য আড্ডা পর্বে জসিম জনির সঞ্চালনে স্থানীয় কবি সাহিত্যিকগণ স্বরচিত কবিতা পাঠে অংশ গ্রহণ করেন। এসময় জাদু উপস্থাপন করেন স্থানীয় জাদু শিল্পী হক সাহেব রানা। তাছাড়া কবি সাহিত্যিকদের নিবন্ধন ও বই মেলা বসে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রাচীনকাল থেকে লালমোহনের মানুষের জীবনধারা ও সংস্কৃতি লেখকের প্রবন্ধে উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ