• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে ইলিশ শিকার: তিন জেলেকে জরিমানা,,,,,দৈনিক ক্রাইম বাংলা পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন,,,,দৈনিক ক্রাইম বাংলা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার এমপি প্রার্থী বীথিকার/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে ভোলায় বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আগুনে পুড়ে তিন দোকান ভস্মীভূত।। দোকান মালিকদের ঢেউটিন, নগদ টাকা ও শুকনা খাবার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ৩ জেলেকে জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন/দৈনিক ক্রাইম বাংলা।।

বঙ্গোপসাগর উত্তাল, ৭টি মাছ ধরা ট্রলার নিমজ্জিত, ট্রলার নিয়ে তীরে আসছেন জেলেরা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৭০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)।।

পূনিঁমা ও লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। এর ফলে বিভিন্ন নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সমুদ্রে বড় বড় ঢেউ কুয়াকাটার সৈকতে আছড়ে পড়ছে।

মঙ্গলবার সকাল থেকে দমকা বাতাসের সাথে থেমে থেমে কখনো ভারি, আবার কখনো গুড়ি বৃষ্টি হচ্ছে। ঢেউয়ের তান্ডবে এফবি বিসমিল্লাহ ও মায়ের দেয়া-১ সহ ৭টি মাছ ধরা ট্রলার নিমজ্জিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব
ট্রলারের জেলেদের অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করে আড়ৎ ঘাটে নিয়ে আসেন বলে মৎস্য সংশ্লিষ্ট ব্যবসায়িরা জানান।
সমুদ্রে প্রচন্ড তান্ডবে টিকতে না পেরে মাছ ধরা ট্রলার নিয়ে জেলেরা মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর আড়ৎ ঘাট শিববাড়িয় নদী সহ বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছে। ফিরে আসা এসব জেলেদের চোখে-মুখে রয়েছে হতাশার ছাপ। কারন ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন আশা নিয়ে রুপালি ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে নেমেছিলো তারা।
এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উপক‚লীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।
মহিপুর ও আলীপুর আড়ৎ ঘাট ঘুরে দেখা গেছে, একের পর এক সমুদ্রগামী মাছ ধরার ট্রলার আড়ৎ ঘাটে এসে নোঙ্গর করছে। তীরে আসা জেলেরা জানান, ইলিশ পাবার আশা নিয়ে গভীর সমুদ্রে গিয়ে ছিলাম। কিন্তু সাগর উত্তাল। ট্রলার নিয়ে সমুদ্রে টিকে থাকাই দায়। তাই কেউ জাল না ফেলে আবার কেউ জাল তুলে তীরে এসেছেন।
জেলে হাচন মাঝি বলেন, সাগর উত্তাল হয়ে ওঠার কারণে জাল তুলে শূন্য হাতে ঘাটে ফিরে আসতে বাধ্য হয়েছেন।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা বলেন, বর্তমানে সাগর উত্তাল। গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলার তীরে আসতে শুরু করেছে। এসব ট্রলার মহিপুর আলীপুর আড়ৎ ঘাট সহ বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছে। আবহাওয়া ভাল হওয়ার সাথে সাথে এসব জেলার ট্রলার নিয়ে আবার সাগরে
যাত্রা করবেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ