• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে ইলিশ শিকার: তিন জেলেকে জরিমানা,,,,,দৈনিক ক্রাইম বাংলা পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন,,,,দৈনিক ক্রাইম বাংলা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার এমপি প্রার্থী বীথিকার/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে ভোলায় বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আগুনে পুড়ে তিন দোকান ভস্মীভূত।। দোকান মালিকদের ঢেউটিন, নগদ টাকা ও শুকনা খাবার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ৩ জেলেকে জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন/দৈনিক ক্রাইম বাংলা।।

নিষেধাজ্ঞা শেষ হলেও বরাদ্দের পুরো চাল পায়নি জেলেরা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মিঠু সরদার।। / ১৪২ পঠিত
আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

মোঃ মিঠু সরদার,তালতলী (বরগুনা) প্রতিনিধি।।

সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৩শে জুলাই। নিষেধাজ্ঞার ১৯ দিন পার হলেও বরাদ্দের সব চাল পায়নি বরগুনার তালতলীর জেলে পরিবারগুলো। যা নিয়ে জেলেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৎস্য বিভাগ বলছে বরাদ্দের চিঠি হাতে পেয়েছি ও চেয়ারম্যানদের ডিও লেটার দেয়া হয়েছে। জানা যায়, দেশের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর সাগরে সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের (২০শে মে থেকে ২৩শে জুলাই পর্যন্ত) নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ উপজেলায় সরকারিভাবে নিবন্ধিত জেলে রয়েছেন ৮ হাজার ২শ’ জন। এর ভেতর সমুদ্রগামী জেলে রয়েছেন ৫ হাজার ২শ’ জন। সমুদ্রগামী জেলেদের জন্য ভিজিএফ’র মাধ্যমে ৮৬ কেজি করে চাল বরাদ্দ করে সরকার। প্রথম কিস্তিতে ৫৬ কেজি চাল পেলেও বাকি ৩০ কেজি চাল এখনো দেয়া হয়নি বলে অভিযোগ তাদের। এই ৬৫ দিনে সরকারের পক্ষ থেকে দেয়া অপ্রতুল খাদ্য সহায়তা নিয়েও রয়েছে জেলেদের ক্ষোভ এ জন্য নগদ অর্থ দেয়ার দাবি জেলেদের ।

এদিকে অবরোধ শেষ হলেও সাগরে উত্তাল এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখনো পুরোদমে মাছ শিকার করতে পারছেন না উপকূলীয় এলাকার ৫ শতাধিক জেলে। সাগরে গেলেও অল্প সময়ের মধ্যে ফিরে আসতে বাধ্য হয়েছেন তারা। ফকিরহাট জেলে পল্লীর আরিফ সিকদার বলেন, সাগর উত্তাল থাকায় দুইদিনের ভেতরেই ফিরে আসতে হয়েছে। অবরোধের সব চাল এখনো পাইনি। এতে পরিবার নিয়ে খুব কষ্টে আছি। নিদ্রা জেলে পল্লীর মো. পনু বলেন, দুই মাসের নিষেধাজ্ঞা চলায় নদীতে গিয়া মাছ ধরতে পারি না। এজন্য প্রথমবার ৫৬ কেজি চাল কাগজে পেয়েছি। সঠিকভাবে ৫৬ কেজি পাইনি। তবে বাকি ৩০ কেজি চাল পেলে পরিবার নিয়ে একটু ভালো চলতে পারতাম। এখনো কেন বাকি চাল দিতেছেনা? এর থেকে আমাদের নগদ টাকা দেয়ার দাবি করি। নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান বাচ্চু মিয়া বলেন, এখনো ডিও লেটার পাইনি। ডিও লেটার পেলে দ্রুত চাল বিতরণ করা হবে। এদিকে পচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক হাওলাদার বলেন, এরই মধ্যে ৫৬ কেজি চাল বিতরণ করেছি। ডিও লেটার পেয়েছি কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিতরণ করা হয়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, সকল চেয়ারম্যানদের চাল বিতরণ করার জন্য ডিও লেটার দেয়া হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা বিতরণ করতে পারেনি। তিনি আরও বলেন, চালের পরিবর্তে নগদ টাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ