• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে ইলিশ শিকার: তিন জেলেকে জরিমানা,,,,,দৈনিক ক্রাইম বাংলা পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন,,,,দৈনিক ক্রাইম বাংলা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার এমপি প্রার্থী বীথিকার/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে ভোলায় বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আগুনে পুড়ে তিন দোকান ভস্মীভূত।। দোকান মালিকদের ঢেউটিন, নগদ টাকা ও শুকনা খাবার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ৩ জেলেকে জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন/দৈনিক ক্রাইম বাংলা।।

কলাপাড়ায় হঠাৎ বেড়ে গেছে চোরের উৎপাত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৭৪ পঠিত
আপডেট: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ করে চোরের উৎপাত বেড়ে গেছে। পৌর শহরের মোবাইলের দোকান ও বাসাবাড়িতে একাধিকবার চুরি হয়েছে। বাদ যায়নি মসজিদের দান বাক্সের টাকা। এমনকি চোরেরা নিয়ে গেছে কেন্দ্রীয় জামে মসজিদের সিন্ধুক। এসব ঘটনা পুলিশের নাকের ডগায় ঘটলেও দেখা যায়নি দৃশ্যমান কোন ব্যবস্থা। সর্বশেষ রবিবার মধ্যরাতে থানা থেকে মাত্র কয়েক’শ গজ দূরে একটি ভাংগারির দোকানে চুরি ঘটনা ঘটে। নগদ অর্থসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এবিষয়ে ওই ভাংগারি ব্যবসায়ী কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করলেও কোন সুরাহা পায়নি। এদিকে দিন দিন মাদক সেবীদের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এসকল চুরির ঘটনা বাড়ছে বলে মনে করছেন অনেকেই। সদর রোড সংলগ্ন হ্যালিপ্যাডের পূর্ব পাশে একটি বাসা বাড়িতে মাদক ও দেহ ব্যবসার বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। কিন্তু এবিষয়ে প্রশাসনের তেমন কোন তৎপরতা দেখা যায়নি।

ভুক্তভোগী ভাংগারী ব্যবসায়ী অপু জানান, সোমবার সকালে দোকান খুলেই দেখি আমার দোকানের বেড়ার টিন কাটা এবং ক্যাশ বাক্সের তালা ভাংগা। দোকানের
মালমাল এলোমেলো অবস্থায় রয়েছে। খোঁজ নিয়ে দেখি আমার দোকান থেকে পিতল, পোড়া তামা, লোহা ও নগদ অর্থসহ প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা চুরি হয়েছে।
এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছি। তিনি আরোও বলেন, তার দোকানের পিছনে মাদকের ব্যবসা চলমান থাকায় সেইসকল মাদক সেবীরা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি ধারনা করেন।

কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে, মাদক ও দেহ ব্যবসায়ের বিষয়ে হাতে নাতে কেহ ধরিয়ে দিতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ