• বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমনের ইন্তেকাল: সাংবাদিক পরিবারে শোকের ছায়া,,,,,দৈনিক ক্রাইম বাংলা জাতি শব্দটাই ধ্বংসের কারণ: ফরহাদ মজহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা চট্টগ্রাম বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট-ক্রিম জব্দ, আটক- ২ যাত্রী,,,,দৈনিক ক্রাইম বাংলা ডিসেম্বরের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার শীর্ষ অভিযুক্তদের বিচার: চিফ প্রসিকিউটর,,,,দৈনিক ক্রাইম বাংলা দেশকে একেবারে নতুন করে গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই গণঅভ্যুত্থানে আ.লীগের নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে : আইন উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা/দৈনিক ক্রাইম বাংলা।। ঘাট ইজারার টোল চাওয়ায় জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।‌ আজিম উদ্দিন স্কুলে ৮৩ ব্যাচের বৃক্ষরোপন,,,,দৈনিক ক্রাইম বাংলা ফেব্রুয়ারিতে নির্বাচন—তা ইসিকে প্রধান উপদেষ্টা জানানো উচিত: সালাউদ্দিন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা


রাস্তার পাশের গাছ কেটে জোরপূর্বক জমি দখলের অভিযোগ ভোলার লালমোহনে ।

রিপোর্টার: / ৪৩৯ পঠিত
আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২০


নুরুল আমিন।।লালমোহনে রাস্তার পাশের গাছ কেটে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডে ২৮ জুন এ ঘটনা ঘটে। জানা যায়, লালমোহন পৌরসভা ৩নং ওয়ার্ডে সওদাগর চৌমুহনী থেকে দক্ষিণ দিকের রাস্তার পাশে জেলারিষদের নিজস্ব জমিতে একজন অসহায় লোক দোকান করছে। উক্ত জায়গা থেকে তাকে উচ্ছেদ করে সেখানে পাকা দোকান ঘর নির্মাণ করছে একই এলাকার শাহে আলম, পিং মৃত মজিবল হক, আজাদ ও আক্তার পিং পিং শাহে আলম। তারা রাস্তার পাশের সরকারি জায়গার কয়েকটি রেইনট্রি গাছ কেটে সরকারের টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশের গাছ কাটলেন কেন?  জানতে চাইলে শাহে আলম জানান বন অফিসের পিয়ন থেকে সে অনুমতি নিয়েছে। উক্ত বনরক্ষীর কাছে ফোনে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন, আমি স্যারকে নিয়ে সেখানে যাব। আপনি যেখানে দোকান ঘর নির্মাণ করছেন, এই জায়গা আপনার কিনা জানতে চাইলে শাহে আলম জানান, পেছনের জায়গা আমি খরিদ করেছি, তাই রাস্তার পাশের এই জায়গায় দোকান ঘর নির্মাণ করছি। উক্ত জায়গা এর আগে কার দখলে ছিল এবং আপনি লিজ নিয়েছেন কিনা জানতে চাইলে শাহে আলম পরে জানাবেন বলে জানান। এলাকাবাসীসহ সচেতন মহল এসব অনিয়মের তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ