• বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

স্ত্রী হত্যার ঘটনায় মামলা দায়ের রানীনগরে।

রিপোর্টার: / ৩২৬ পঠিত
আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২০


একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ– নওগাঁর রাণীনগরে নামাজরত অবস্থায় স্ত্রীকে হত্যার, মামলা দায়ের করা হয়েছে।রোববার রাতেই নিহত সামছুন্নাহারের, ভাই হাসান মল্লিক বাদী হয়ে রানীরগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে আটক স্বামী সিরাজুলকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) তারিকুল ইসলাম দায়েরকৃত মামলার বরাদ দিয়ে জানান,স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে রোবার বিকাল চারটায় উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরই জের ধরে আসর নামাজের সময় নামাজরত অবস্থায় স্বামী সিরাজুল ইসলাম পিছন থেকেলাঠি দিয়ে আঘাত করে। এ সময় তার স্ত্রী সামছুন্নাহারমাটিতে লুটে পরলে বাড়ির লোকজন জানতে পারলে ঘতক স্কামী সিরাজুল দৌড়েপালিয়ে যাবার চেষ্টা করে। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে সিরাজুলকে, কুজাইল এলাকা থেকেআটক করে পুলিশে, সোপদ করে। সিরাজুল উপজেলার আতাইকুলা সরদার পাড়া গ্রামের আবেদ আলীর ছেলে এবং নিহত সামছুন্নাহার একই উপজেলারচকাধীন গ্রামের আব্দুল হাকিম মল্লিকের মেয়ে। এ ঘটনায় সন্ধ্যার পর রানীনগর থানা পুলিশলাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য মগে প্রেরণ করেন।এবং আটক সিরাজুল ইসলামকেগ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।এ ঘটনায় নিহত সামছুন্নাহারের ভাই হাসান মল্লিক বাদী হয়ে, রোববার রাতেই সিরাজুলকে আসামী করে মামলা দায়ের করেণ।তদন্ত অফিসার আরো জানান, আমরাও তাৎক্ষণিকঘটনার স্থলে গিয়েছুরিকাতের কথা শুনেছিলাম। পরে প্রাথমিক জিঞ্জাসাবাদে লাঠি দিয়ে আঘাত করার কথা জানিয়েছেন সিরাজুল। তবে এর পিছনে আরো কোন রহস্য  আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এই তদন্তকারী অফিসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ