• শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

মহেশখালীর শতবর্ষী শাপলাপুকুর খননে এসিল্যান্ডের বাঁধা, ঘুষ দাবীর অভিযোগ চেয়ারম্যানের/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৩৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের ডিজিটাল আইল্যান্ড মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের সরকারী খাস খতিয়ান ভূক্ত শাপলা পুকুর খননে বাঁধা দেয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী বলেন,যথাযথ বিধি মোতাবেক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শতবর্ষী খাস পুকুর খননে ২৮ লক্ষ টাকার টেন্ডার ইস্যু করা হয়। ঠিকাদার কাজ করতে এসে মহেশখালী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তাসবীর হোসেনের বাঁধার মূখে পড়েন। শতবর্ষী ভরাট পুকুরটির খনন কাজ ব্যাহত হয়।স্থানীয় বাজার ব্যবসায়ী, স্কুল মাদ্রাস ও এলাকার প্রায় ১০ হাজার মানুষের ব্যবহ্নত এই পুকুরে পানি না থাকায় চরম দুর্ভোগে পড়ে মানুষ ও গবাদী পশু।এলাকাবাসীর সুবিধার্থে ইউপি চেয়ারম্যান খাল ও পুকুর খনন প্রকল্পের আওতায় তকবীর করে দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে থাকা পুকুরটি খনন করতে কার্যকর ব্যবস্থা গ্রহন করেন।ঠিকাদার পুকুর খনন,সিডি ও গাইড ওয়াল নির্মাণের যন্ত্রপাতি ও মালামাল নিয়ে আসেন যথারীতি। কিন্তু কাজ শুরু করতেই পড়ে এসিল্যান্ডের বাঁধা। এসিল্যান্ডের বাঁধাকে এলাকাবাসী দেখছেন ভিন্ন চোখে। এমনকি এ পুকুর খননকে কেন্দ্র করে গত ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শত শত লোকের সামনে প্রকাশ্যে বাক বিতন্ডা হয় ইউপি চেয়ারম্যান ও এসিল্যান্ডের মধ্যে। চেয়ারম্যান বলেন,এসিল্যান্ড বাঁধা দেয়ার কারণ হচ্ছে তিনি এ কাজ থেকে অনৈতিক সুবিধা নিতে চান।এ বিষয়ে এসিল্যান্ডের কাছে জানতে চাইলে তিনি কোন ধরণের মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরীর বলেন, এই পুকুরটি সরকারী খাস খতিয়ান ভুক্ত জমিতে হলে ও এর তত্বাবধানের দায়িত্ব রয়েছে ইউনিয়ন পরিষদের। যে কারণে খাল পুকুর খনন প্রকল্পের আওতায় ২৮ লাখ টাকার টেন্ডার দেয়া হয়।ঠিকাদার হিসেবে খনন কাজের দায়িত্ব গ্রহন করেন, জহির এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্টান।সময়মত কাজ উত্তোলন করতে না পারলে টাকা ফেরত চলে যেতে পারে।এতে স্থানীয় পুকুর ব্যবহারকারীরা পড়েছেন চরম দুর্ভোগে।স্থানীয়রা এসিল্যান্ডের অথাচিত হস্তক্ষেপকে মামারবাড়ীর আবদার বলে মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ