• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনার অনুমোদন: অর্থ উপদেষ্টা,,, রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যা: ডিএমপি,,, দণ্ডিতদের বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেবে সরকার,,, মান্দা ফেরিঘাটে ধানের শীষের গণমিছিল–ডা. ইকরামুল বারী টিপুর প্রতি আস্থা জানাল স্থানীয় জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ,,, মানবতাবিরোধী অপরাধে রায়: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড,,,,

ইজারা নেওয়া বিলে মাছ ধরতে বাঁধা পুলিশের/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৫০ পঠিত
আপডেট: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোনাকষা ইউনিয়নের কুমিরাদহ বিলের বৈধ ইজারা ও চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের মামলা নং ২০৯/২০২৩ অঃ প্রঃ, গত ইং ২৫.০১.২০২৪ তারিখের আদেশের অনুবলে মাছ ধরা ও চাষের আদেশ থাকা সত্ত্বেও মাছ ধরতে পারছেনা অত্র বিলের ইজারাদার, আলফাজ উদ্দিন, (০৯ ফেব্রুয়ারী) সকালে, প্রতিদিনের মতো কুমিরাদহ বিলে মাছ ধরতে যান আলফাজ উদ্দিন ও তার জেলেরা, মাছ ধরার সময় শিবগঞ্জ থানার এসআই ইন্দ্রজিত বিলে উপস্থিত হয়ে মাছ 🐟 ধরতে নিষেধ করে মাছ ধরার জাল নিয়ে থানায় চলে যান।

আলফাজ উদ্দিন বলেন, কোর্টের কোনো আদেশ না থাকা সত্ত্বেও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার এসআই, ইন্দ্রজিৎ, কুমিরাদহ বিলের ইজারা গ্রহীতাকে বিল থেকে চলে যেতে বলে, অন্যথায় তাদেরকে ধরে নিয়ে মিথ্যা মামলায় জড়িত করে দেবেন বলে জানান ইজারাদার আলফাজ উদ্দিন, ইজারা গ্রহীতা তার ডকুমেন্টস সহ আদালতে মামলা দায়ের করে, আদালতের মাধ্যমে প্রথমে স্ট্যাটাসকো আদেশ পান আলফাজ উদ্দিন, এবং পরে মাছ চাষের অনুমতি দেয় আদালত।

ইজারা গ্রহিতা আলফাজ উদ্দিন আরো বলেন আমি আদালতকে বুঝাইতে সক্ষম হয় আমি দখলে আছি এবং নিরাপদে মাছ চাষ করছি, তখন আদালত আমাকে বলে যদি কোন সমস্যা হয় জানাবেন তখন ব্যবস্থা নেওয়া হবে,

তিনি আরো বলেন আমি এসআই ইন্দ্রজিতকে বলি আদালত যদি আপনাকে উচ্ছেদের আদেশ দেয় , তাহলে পুলিশ উচ্ছেদ করতে পারে, অন্যথায় আপনি উচ্ছেদ করতে পারেন না, তখন এসআই ইন্দ্রজিত বলেন আমার কথা না শুনলে আপনাদের মিথ্যা মামলায় জড়িয়ে দিব বলে হুমকি দেয়।

কুমিরাদহ বিলের ইজারাদার আলফাজ উদ্দিন বলেন মোনাকষা গ্রামের পাঁচ শতাধিক জেলে পরিবার নিয়ে মাছ চাষ করে আসছি। আমাদের আয়ের একমাত্র পথ মাছ চাষ করা। তারা এ কাজেই অভ্যস্ত। কিন্তু মাছ ধরতে গেলে বারবার পুলিশের বাধা বিপত্তিতে পড়ে মানবতার জীবন যাপন করছে জেলেরা।

শিবগঞ্জ থানার এসআই ইন্দ্রজিত বলেন, ২০৯/২৩ তাদের স্ট্যাটাসকো আদেশ দিয়েছেন তা আদালত ভ্যাকেট করেছেন, তার প্রেক্ষিতে আমরা মাছ ধরতে নিষেধ করেছি।

এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন বলেন, সম্পত্তি স্ট্যাটাসকো আদেশের প্রেক্ষিতে আদালতের আরো একটি আদেশ হওয়ায় কুমিরাদহ বিলে মাছ ধরতে নিষেধ করা হয়েছে, পরবর্তী আদেশ না আশা পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ