• শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

চাঁদার দাবীতে মারধর,আদালতে মামলা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৮৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামে চাঁদার দাবীতে আ:ছালাম হাওলাদার (৫৬) কে মারধরের ঘটনা ঘটেছে। এবিষয়ে ভ‚ক্তভোগী ছালাম হাওলাদার বাদী হয়ে হাবিব চৌকিদারসহ ১১ জনকে আসামী করে মঙ্গলবার (১৬ এপ্রিল) কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের সবার বাড়ি মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, বাদী ছালাম হাওলাদারের বাড়ি ও আসামীদের বাড়ি একই গ্রামে। তারা পরস্পর প্রতিবেশী। বাদীকে তাদের সাথে শুটকী মাছের ব্যবসা করার জন্য টাকা দিতে বলে। কিন্তু আসামীদের স্বভাব চরিত্র ও লেনদেন ভালো না হওয়ায় বাদী ছালাম হাওলাদার ব্যবসা করতে দ্বিমত জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। আসামীদ্বয় একজোট হয়ে তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। গত ৮ এপ্রিল সোমবার বেলা ২ টার দিকে ভ‚ক্তভোগী ছালাম হাওলাদার জহুরের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। পথের মাধ্যে তাকে লোহার রড ও বাশের লাঠি দিয়ে পিঠিয়ে গুরুত্বর রক্তাক্ত ও জখম করে। এসময় তার সাথে থাকা ১ লক্ষ ৭০ হাজার টাকা ১ নং আসামী হাবিব চৌকিদার ছিনিয়ে নেয়। তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও তাদের দাবীকৃত টাকা দেয়ার জন্য হুমকী প্রদান করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তী করেন।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ার হোসেন বলেন, মামলার কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ