মো.নাহিদুল হক
কলাপাড়াঃ মারধর শেষে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে জেলেবধূ নিপা আক্তারকে (১৯)। রবিবার দুপুরে কলাপাড়ার পূর্ব হাজীপুর গ্রামে নৃশংস ঘটনাটি ঘটে। পুলিশ নিপার মৃতদেহ উদ্ধার করে রাতে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করেছে। স্বামী শাওন সাজী ও শ্বশুর স্বপন সাজী যৌতুকের কারণে এ হত্যাকান্ড ঘটায় বলে নিহতের মা তাছলিমা অভিযোগ করেছেন। রবিবার রাতে এ ঘটনায় কলাপাড়া থানায় একটি হত্যা মামলা করেছেন তাছলিমা। শুধু তাই নয়, শ্বশুর স্বপন সাজী বিভিন্ন সময় ছেলে বউ নিপাকে যৌন হয়রানি করে আসছিল। বিভিন্ন সময় শারীরিক মানসিক নির্যাতন করে আসছিল বলে নিহতের পরিবারের দাবি।
উল্লেখ্য, দুই বছর আগে বালিয়াতলী ইউনিয়নের চরনজিব গ্রামের বশির মেয়ের বিয়ে হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শাওন সাজী ও তার বাবা স্বপন সাজী গা ঢাকা দিয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।